‘বন্দে সাধারণ এক্সপ্রেস’ নিয়ে বড় খবর! দেশের এই পাঁচটি রুটে ছুটবে নয়া ট্রেন, বাংলা পাচ্ছে একটি

বাংলা হান্ট ডেস্ক : প্রতিটি ভারতীয়র কাছেই গর্বের এবং স্বপ্নের ট্রেন (Indian Railways) হল ‘বন্দে ভারত’ (Vande Bharat)। দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন এটি। শুরু থেকেই মানুষের উন্মাদনা ছিল দেখার মত। সেই রেশ কাটিয়ে গত ৩ বছরে দেশে চালু হয়েছে প্রায় ৩০টিরও বেশি বন্দে ভারত। আজকের দিনে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ বড় শহরেই ছুটছে স্বপ্নের ট্রেন বন্দে ভারত। আর এবার খবর, খুব শীঘ্রই উত্তর পূর্বের রাজ্য গুলিতেও চালু হয়ে যাবে এই ট্রেন।

তবে এবার আলোচনার বিষয়বস্তু হল বন্দে সাধারণ ট্রেন। বন্দে ভারতের মতোই উন্নত ও আধুনিক হবে এই ট্রেন। তবে সবটাই হবে সাধারণ মানুষের আয়ত্তে। অর্থাৎ এর ভাড়া হবে কম। মূলত এটি হবে স্লিপার ক্লাস, কোনও এসি কোচ এই ট্রেনে দেওয়া হবেনা। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই সুবিধা উপলব্ধ করতে চাইছে ভারত সরকার।

রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর বিষয়টা চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রেলের তরফ থেকে এই রুটগুলিকে তৈরি করা হচ্ছে। তবে কানাঘুষা খবর, যে পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর কথা ভাবনাচিন্তা করা হয়েছে তার একটি রয়েছে বাংলাতেও‌। অর্থাৎ বাংলার মানুষও এই সুবিধা পাবে।

আরও পড়ুন : ৩০ হাজার কোটির জালিয়াতি! ‘’স্ক্যাম ২০০৩’-এর তেলগির বাস্তব গল্প শুনলে চোখ কপালে উঠবে

এই পাঁচটি রুট হল :

পাটনা- নিউ দিল্লি
হাওড়া – নিউ দিল্লি
হায়দরাবাদ – নিউ দিল্লি
মুম্বই – নিউ দিল্লি
এরনকুলাম- গুয়াহাটি

বিশেষজ্ঞদের ধারণা, এই ট্রেনের জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা। আর মাস কয়েকের মধ্যেই নাকি চালু হয়ে যাবে বন্দে ভারত সাধারণ ট্রেন। যেসব রুটে যাত্রীদের চাপ বেশি, আপাতত সেইসব রুটেই এই ট্রেন দেওয়ার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এই ট্রেনের আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি মূলত একটি পুশ-পুল ট্রেন। অর্থাৎ ট্রেনের উভয় প্রান্তেই থাকবে লোকোমোটিভ।

আরও পড়ুন : নামমাত্র খরচ, সুচিকিৎসার জন্য বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! উপকৃত হবেন কয়েক কোটি মানুষ

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এটিই দেশের প্রথম স্লিপার ট্রেন যেটি বন্দে ভারতের ধাঁচে তৈরি। মোট ২২ টি কোচ থাকবে এই ট্রেনে, যারমধ্যে ১২ টি স্লিপার ও ৮ টি জেনারেল। এবং ২ টি কোচ থাকবে গেজ ভ্যানের জন্য। পাশাপাশি সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সমগ্র ট্রেনেই থাকবে সিসিটিভি ক্যামেরা। এছাড়াও পেয়ে যাবেন ইলেকট্রনিক ডেস্টিনেশন বোর্ড, প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্ট ও ফ্লাশিং সিস্টেম সহ টয়লেট।

আরও পড়ুন : তিনটি মিসড কল আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি! কী এই ‘SIM Swap Fraud’? জেনে নিন বিস্তারিত

কিছুদিন আগেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্লিপার ক্লাসে বন্দে ভারতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় আপ্লোড করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামি বছরের শুরুর দিকেই এই ট্রেন চালু করার কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রেন তৈরির কাজ। কোচ তৈরি করা হচ্ছে চেন্নাইয়ের ICF-এ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর