রোগভোগে জর্জরিত? অসুখের পিছনে টাকা খরচ করতে করতে নিঃস্ব? মেনে চলুন এই বাস্তু টিপস

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) গুরুত্ব প্রাচীন ভারতেও ছিল, এখনো আছে। অনেকেই মনে করেন বাস্তুশাস্ত্র মেনে চললে জীবনে সহজেই আসে উন্নতি। এমনকি বাস্তুশাস্ত্র আপনাকে রক্ষা করতে পারে অনেক ধরনের বিপদ থেকে। আপনার বাড়ির প্রতিটি অংশে ইতিবাচক শক্তি (Positivity) নিয়ে আসতে পারে বাস্তুশাস্ত্র (Vastu Shastra)।

Vastu Shastra

আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব রয়েছে বাস্তুর। শাস্ত্র অনুযায়ী আপনি যদি আপনার বাড়ির প্রতিটি অংশ সাজিয়ে তোলেন তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বে আপনার উপর। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে রোগব্যাধিতে (Ill Health) ভুগছেন। অসুখের পিছনে জলের মতো অর্থ খরচ হচ্ছে। তবে বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) কিছু টিপস (Tips) মেনে চললে নিস্তার পেতে পারেন রোগব্যাধি থেকে।

বাস্তুশাস্ত্রের (Vastu Shastra) কিছু নিয়ম

• ভারতীয় বাস্তুশাস্ত্র বলে রান্নাঘর সব সময় হওয়া উচিত বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে। এই দিক অগ্নি সম্পর্কিত বিষয়ের জন্য আদর্শ। দক্ষিণ-পূর্ব দিকে রান্না ঘর তৈরি করলে বাস্তুতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে।

• দক্ষিণ-পূর্ব দিকে জায়গা না থাকলে রান্নাঘর তৈরি করা যেতে পারে উত্তর-পশ্চিম দিকে। এইদিকে রান্নাঘর অবস্থান করলে শারীরিক সুস্থতা বজায় থাকে।

আরোও পড়ুন : বিকাশকে ছাড়া হবে না! কয়লা পাচার মামলায় চার্জ গঠনের আগে বিচারক যা করলেন … শোরগোল!

• সিঙ্ক সব সময় উত্তর-পূর্ব দিকে বসানোর চেষ্টা করবেন। জল ও আগুনের মধ্যে ভারসাম্য রক্ষা করে উত্তর-পূর্ব দিক।

• রান্নাঘরে গ্যাস বা ওভেন রাখার চেষ্টা করুন দক্ষিণ-পূর্ব দিকে। রান্না করার সময় সর্বদা পূর্ব দিকে মুখ করা উচিত। বাস্তুশাস্ত্র বলে এই অভ্যাসের ফলে শরীর সুস্থ থাকে।

• ভারী জিনিস এবং শস্য রাখা উচিত দক্ষিণ-পশ্চিম দিকে। এর ফলে বাড়িতে বজায় থাকে স্থিতিশীলতা।

• বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর সব সময় আলোকিত রাখা উচিত। রান্নাঘরে জানলা থাকলে সেখান থেকে সূর্যের আলো যদি প্রবেশ করতে পারে তাহলে মঙ্গল হয় বাড়ির।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X