সনাতন ধর্মকে সম্মান না জানালে এমনই হবে! মোদীকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসকে কটাক্ষ ভারতীয় ক্রিকেটারের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিংহাসনের সেমিফাইনালে বাউন্ডারির পর বাউন্ডারি মারছে বিজেপি (Bhartiya Janta Party)। উত্তরের তিন রাজ্যই এখন ভাসছে মোদী (Narendra Modi) সুনামিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনের (Loks Sabha Election) আগে বিজেপির এই জয় বিরোধীদের কাছে বিরাট বড় ধাক্কা। ৪ রাজ্যের মধ্যে কংগ্রেসের একমাত্র সান্ত্বনা এখন তেলঙ্গানা।

প্রসঙ্গত উল্লেখ্য রবিবার ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যে ভোট গণনা। যার মধ্যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় , তেলঙ্গানায় ভোটগণনা শুরু হলেও উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরামের ভোট গণনা (Election Result) হবে সোমবার। এইদিন রাতেই নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়, স্থানীয় রাজনৈতিক দল এবং বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের আবেদনের সম্মান রক্ষার্থেই পিছানো হয়েছে মিজোরামের গণনা।

   

আরও পড়ুন: BCCI শেষ সুযোগ দিয়েছিল! নিজের যোগ্যতা প্রমাণ করে T20 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেন এই তারকা

এরই মধ্যে প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) রবিবার বিধানসভা নির্বাচনে তাদের হতাশাজনক পারফরম্যান্সের পরে কংগ্রেস এবং জোটের অংশীদারদের তীব্র কটাক্ষ করেছেন। তিনি কংগ্রেসের বেশিরভাগ রাজ্যে এই শোচনীয় অবস্থার জন্য দায়ী করেছেন তাদের সঙ্গী উদয়নিধি স্টালিনের ‘Sanatana Dharma Eradication Conference’-এ সামিল হওয়ার ঘটনাকে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের নেতৃত্বেরও প্রশংসা করেন।

 

আরও পড়ুন: হাতে নেই কোহলি বা রোহিত! দক্ষিণ আফ্রিকার মাটিতে মান বাঁচাতে BCCI-এর সবচেয়ে বড় ভরসা এই তারকা

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, “সনাতন ধর্মকে সম্মান না করলে তার এমন পরিণতি হতে বাধ্য। এই বিপুল ব্যবধানে জয় পাওয়ার জন্য বিজেপিকে অনেক অভিনন্দন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আশ্চর্যজনক নেতৃত্বর আরেকটি প্রমাণ এবং তৃণমূল স্তরে দলের ক্যাডাররা দুর্দান্ত কাজ করেছে।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর