বাংলা হান্ট ডেস্কঃ থানায় কর্মরত পুলিশ অফিসারের উকুন বেছে দেওয়ার ভিডিও ভাইরাল (Viral Video) হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন পুলিশ অফিসার থানায় নিজের চেয়ারে বসে কাজ করছেন। আর ওনার পিছনে চেয়ারে বসে ওনার মাথার উকুন বেছে দিচ্ছে এক হনুমান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর চারিদিকে হাসির রোল পড়ে গেছে। অনেকেই আবার অবাক হচ্ছেন হনুমানের কীর্তি দেখে। আরেকদিকে, পুলিশের সাহসিকতার প্রশংসাও করছেন অনেকে। এই ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেছেন ফরেস্ট ফিসার সুশান্ত নন্দা। দেখে নিন সেই ভাইরাল ভিডিও।
https://twitter.com/susantananda3/status/1293776985521451008
আরেকদিকে, সম্প্রতি একটি বিরল চন্দ্রবোড়া সাপের ভিডিও ভাইরাল (viral video) হয়েছে সামাজিক মাধ্যমে। মহারাষ্ট্রে উদ্ধার হওয়া এই সাপটির দুটি মাথা। শুধু তাই নয় দুটি মাথাই সমান ভাবে কার্যকরী। যা দেখে হতবাক নেটদুনিয়া। চন্দ্রবোড়া সাপ সম্পর্কে শহরবাসীর তেমন একটা সম্যক ধারনা না থাকলেও ভারতের গ্রামগুলিতে কম হলেও পাওয়া যায় এই অতি মারন ক্ষমতা যুক্ত বিষের অধিকারী সাপকে। যদিও আমরা কমবেশি সকলেই জানি যে চন্দ্রবোড়া সাপের ছোবল খেলে বেশির ভাগ ক্ষেত্রেই মৃত্যু নিশ্চিত। কিন্তু সেই সাপের যদি দুটি ফনা থাকে? তাহলে তো সেই বিষের পরিমান দ্বিগুন হয়ে যাবে। এমনই একটি ভয়ংকর সাপের দেখা মিলেছে মহারাষ্ট্রে৷
বাণিজ্য নগরী মুম্বাইয়ের কাছে কল্যাণ-গান্ধার রোড থেকে উদ্ধার হয়েছে এই সাপটি। ডিম্পল শাহ নামের স্থানীয় এক বাসিন্দা প্রথম এই সাপটিকে দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেন। বনদপ্তর এসে এই বিরল সাপটিকে উদ্ধার করেন। তারা জানিয়েছেন, এই সাপটির দুটি মাথাই সক্রিয়। বিরল জিনঘটিত কারনেই এমন সাপের জন্ম হয়েছে। ২০ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেছেন ভারতীয় বনদপ্তর আধিকারিক সুশান্ত নন্দা। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। কমেন্ট বক্সে উপচে পড়ে ক্ষোভ৷ দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও …
Double danger😳😳
Two headed Russell’s Viper rescued in Maharashtra. Genetic abnormality and hence low survival rates in the wild.The Russell’s Viper is far more dangerous than most poisonous snakes because it harms you even if you survive the initial bite. pic.twitter.com/ATwEFFjaGy
— Susanta Nanda (@susantananda3) August 8, 2020