ভারতীয় এবং চাইনিজ সেনার হাতাহাতির ভিডিও ভাইরাল, ড্রাগনকে মেরে কাত করে দিচ্ছে দেশের সেনা

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সংঘর্শের রেশ কাটতে না কাটতেই, আরও একটি ভিডিও (Video) ভাইরাল (viral) হয়ে সম্প্রতি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ভারত এবং চীনা সেনাদের মধ্যে সীমান্ত এলাকায় হাতাহাতি হচ্ছে। বরফে ঢাকা চারিদিকের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষে নিয়োজিত হয়েছে, দুই দেশের সেনাবাহিনী।

galwan 660

প্রকাশিত ভিডিও
সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যেই এই ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পেতেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। সিকিমের স্কিরমিসে দাঁড়িয়ে চীনা সেনাকে ঘুষিও পর ঘুষি মেরেই চলেছে ভারতীয় সেনা। তবে এই ভিডিও ঠিক কবেকার, তা এখনও জানা সম্ভব হয়নি। মাত্র ৫ মিনিটের এই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

হয়নি অস্ত্রের ব্যবহার
দুই দেশের সেনাদের মধ্যেকার সংঘর্ষের ভিডিও করেছে অপর একজন সেনা জওয়ান। তবে ভিডিওর মাঝে আবার শোনা যাচ্ছে গো ব্যাক’, ‘ডোন্ট ফাইট’। তবে এখানে কিন্তু কোন অস্ত্রের ব্যবহার করা হয়নি। শুধুমাত্র হাতাহাতি হতে দেখা যায় দুই সেনার মধ্যে।

https://twitter.com/AdityaRajKaul/status/1275031376295653377

ভারত-চীন সংঘর্ষ
ভারত -চীন সীমান্ত এলাকায় সংঘর্ষের দুই দেশের মধ্যে বৈঠক ডাকা হয়েছিল। সীমানা বিবাদ মিটিয়ে নিতে দুই দেশের মধ্যে বৈঠক চলাকালীন ভারতীয় সেনার উপর আকস্মিক হামলা চালায় চীনা সেনা। এই সংঘর্ষে শহীদ হন ভারতের ২০ বীর যোদ্ধা। পাল্টা ভারতও হামলা চালায়। ভারতের পাল্টা আঘাতে খতম হয় ৪৩ চীনা সেনা। এই ঘটনার পর থেকেই সমগ্র ভারত জুড়ে চীনা পণ্য বর্জনের প্রতিবাদে সরব হয় দেশবাসী।

Smita Hari

সম্পর্কিত খবর