বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) চীন (China) সংঘর্শের রেশ কাটতে না কাটতেই, আরও একটি ভিডিও (Video) ভাইরাল (viral) হয়ে সম্প্রতি নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে ভারত এবং চীনা সেনাদের মধ্যে সীমান্ত এলাকায় হাতাহাতি হচ্ছে। বরফে ঢাকা চারিদিকের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষে নিয়োজিত হয়েছে, দুই দেশের সেনাবাহিনী।
প্রকাশিত ভিডিও
সীমান্ত এলাকায় সংঘর্ষের মধ্যেই এই ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পেতেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায়। সিকিমের স্কিরমিসে দাঁড়িয়ে চীনা সেনাকে ঘুষিও পর ঘুষি মেরেই চলেছে ভারতীয় সেনা। তবে এই ভিডিও ঠিক কবেকার, তা এখনও জানা সম্ভব হয়নি। মাত্র ৫ মিনিটের এই ভিডিওই এখন ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
Undated video of India Army asking Chinese PLA soldiers to not cross LAC and go back. When they refuse, some solid punches come their way. Chinese PLA thrashed badly. Location unclear. Yet unfit Chinese PLA soldiers in masks seen uncomfortable in high altitude, unable to breathe. pic.twitter.com/YAD2p9B5Lu
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) June 22, 2020
হয়নি অস্ত্রের ব্যবহার
দুই দেশের সেনাদের মধ্যেকার সংঘর্ষের ভিডিও করেছে অপর একজন সেনা জওয়ান। তবে ভিডিওর মাঝে আবার শোনা যাচ্ছে গো ব্যাক’, ‘ডোন্ট ফাইট’। তবে এখানে কিন্তু কোন অস্ত্রের ব্যবহার করা হয়নি। শুধুমাত্র হাতাহাতি হতে দেখা যায় দুই সেনার মধ্যে।
Indian Army doesn’t seems to forget humour even during a conflict situation. After delivering few punches to Chinese PLA soldiers, Indian Army Jawan seen asking the Chinese PLA soldier: ‘GolGuppe Khayega?’ 😅 pic.twitter.com/811GFI13VR
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) June 22, 2020
ভারত-চীন সংঘর্ষ
ভারত -চীন সীমান্ত এলাকায় সংঘর্ষের দুই দেশের মধ্যে বৈঠক ডাকা হয়েছিল। সীমানা বিবাদ মিটিয়ে নিতে দুই দেশের মধ্যে বৈঠক চলাকালীন ভারতীয় সেনার উপর আকস্মিক হামলা চালায় চীনা সেনা। এই সংঘর্ষে শহীদ হন ভারতের ২০ বীর যোদ্ধা। পাল্টা ভারতও হামলা চালায়। ভারতের পাল্টা আঘাতে খতম হয় ৪৩ চীনা সেনা। এই ঘটনার পর থেকেই সমগ্র ভারত জুড়ে চীনা পণ্য বর্জনের প্রতিবাদে সরব হয় দেশবাসী।