সোনিকা মৃত‍্যু মামলা এখনো বিচারাধীন, বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা তুলতে আবেদন অভিযুক্ত বিক্রমের

বাংলাহান্ট ডেস্ক: পাঁচ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেতা বিক্রম চট্টোপাধ‍্যায়ের (Vikram Chatterjee)। সোনিকা সিং চৌহান (Sonika Singh Chauhan) মৃত‍্যু মামলায় মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছিল বিক্রমের নাম। সেই মামলা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন। এমতাবস্থায় বিদেশে যাওয়ার জন‍্য নিষেধাজ্ঞা তুলতে আদালতে হাজির বিক্রম।

২০১৭ সালে মডেল সোনিকা সিং চৌহানের মৃত‍্যুর ঘটনা উত্তেজনার সৃষ্টি করেছিল বিভিন্ন মহলে। রাসবিহারীর কাছে গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সোনিকা। বিক্রমের বিরুদ্ধে মদ‍্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল। ৩০৪ ‘এ’ ধারায় মামলা দায়ের করা হয়েছিল বিক্রমের বিরুদ্ধে।

vikram
পরবর্তীকালে বিক্রমকে গ্রেফতারও করা হয়েছিল এই মামলায়। যদিও খুব তাড়াতাড়িই জামিনও পেয়ে গিয়েছিলেন তিনি। বিক্রমের বিরুদ্ধে চার্জশিটে অনিচ্ছাকৃত খুন এবং ট্রাফিক আইন ভাঙার অভিযোগ উঠেছিল। মামলা চলাকালীন তিনি দেশ ছাড়তে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

সেই নিষেধাজ্ঞা তুলতেই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন বিক্রম। নিজেকে বরাবর নির্দোষ বলেই দাবি করে এসেছেন তিনি। আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই আবেদনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

বাংলা ছবি ও সিরিয়ালের জগতে বেশ পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ‍্যায়পাধ‍্যায়। মৈনাক ভৌমিকের বেডরুম ছবির হাত ধরে টলিউডে পা রাখেন তিনি। একের পর এক বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন বিক্রম। ঝুলিতে রয়েছে একাধিক সিরিয়ালও। ডান্স বাংলা ডান্সে অঙ্কুশ হাজরার সঙ্গে সঞ্চালনার দায়িত্বও সামলাতে দেখা গিয়েছে তাঁকে।

গত বছর দূর্গাপুজোতে বলিউড ডেবিউয়েরও সুখবর  দিয়েছিলেন বিক্রম। দূর্গাপুজোর সপ্তমীর দিন নিজের প্রথম হিন্দি ছবির পোস্টার শেয়ার করে অনুরাগীদের চমকে দিয়েছিলেন বিক্রম। ‘মেমোরি এক্স’ ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন বিক্রম। সাইকোলজিক‍্যাল রোম‍্যান্টিক ঘরানার ছবি এটি। ভারতে নাকি এমন ঘরানার ছবি এই প্রথম। স্বাভাবিক ভাবেই এমন একটি ছবিতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত বিক্রম।


Niranjana Nag

সম্পর্কিত খবর