ভুঁড়ি বাগিয়ে সিগারেট ফোঁকে! বাঙালিদের ‘অলস’ এবং ‘মাদকাসক্ত’ বলার অভিযোগ বীরের বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্ক: দেশি হোক বা বিদেশি, বারংবার বিতর্কে জড়াচ্ছেন কৌতুকশিল্পীরা (Comedian)। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে একাধিক বার ট্রোলড হয়েছেন কুণাল কামরা। অস্কারের মঞ্চে জাডা পিঙ্কেটের অসুখ নিয়ে মজা করায় থাপ্পড় খেয়েছেন কমেডিয়ান ক্রিস রক। আর বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে চরম সমালোচিত হয়েছেন বীর দাস (Vir Das)। এবার বাঙালিদের অপমান করে একটি ভিডিও শেয়ার করলেন তিনি।

প্রথমে অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করলেও সেখানে তেমন সাফল‍্য পাননি বীর। তারপরেই স্ট‍্যান্ডআপ কমেডি শুরু করেন তিনি। ভালোই নাম করে ফেলেছেন। কিন্তু তাঁর কৌতুকের বিষয়বস্তু নিয়ে বারবার আপত্তিও উঠেছে। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় নিজের একটি লাইভ পারফর্ম‍্যান্সের ভিডিও শেয়ার করেছেন বীর। সেখানে বাঙালিদের নিয়ে কিছু মন্তব‍্য করতে শোনা গিয়েছে তাঁকে, যা অত‍্যন্ত অপমানজনক বলেই মনে করছেন অনেকে।

vir das
ভিডিওতে বীর বলেন, বাঙালিরা হল ভারতীয় ‘হিপস্টার’। ভাস্কো দা গামা যদি কালিকটের পরিবর্তে কলকাতা চলে আসতেন তাহলে তাঁর একটা বড় ভুঁড়ি হয়ে যেত আর কোনো কাজকর্ম না করে চেন স্মোকার হয়ে যেতেন তিনি। ভিডিও পরোক্ষে বাঙালিদের ‘অলস’ এবং ‘মাদকাসক্ত’ বলার অভিযোগও উঠেছে বীর দাসের বিরুদ্ধে।

শুধু তাই নয়। ওই ভিডিওতে মাদার টেরেসাকে নিয়েও কৌতুক করতে শোনা গিয়েছে তাঁকে। কমেন্ট বক্সে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। একজন লিখেছেন, শুধু বাঙালি বলেই যে হাসি পাচ্ছে না তা নয়। বীর দাসের কথাগুলোয় হাসি পাওয়ার মতো কিছুই নেই, তাই পাচ্ছে না। আরেকজন বিস্ময় প্রকাশ করেছেন, মানুষ টাকা দিয়ে এঁকে লাইভ শুনতে যায় কীকরে? সামনে সারিতে বসা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে খুব অস্বস্তিতে পড়েছেন।

একজন বীর দাসকেই অপমান ফিরিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘ভাস্কো দা গামা হয়তো বাঙালিদের সঙ্গে মেশার পর ‘ভাস্কো দা’ হয়ে যেতেন কিন্তু বীর দাস অভিনয়ে কোনোদিন কেরিয়ার বানাতে পারলেন না। ওঁর মনে হয় কোনো বাঙালির সঙ্গে পরিচয় হওয়া দরকার।’

 

এর আগে আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং ভারতীয় মহিলাদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আমেরিকার জন এফ কেনেডি সেন্টারে একটি শো তে বীর দাস ভারতের বিরুদ্ধে কুরুচিকর মন্তব‍্য করেছেন। তিনি নাকি বলেছেন, ভারতে দিনের বেলায় মহিলাদের পুজো করা হয় আর রাতে তাদের গণধর্ষণ করা হয়। এমনি অভিযোগ উঠেছিল বীরের বিরুদ্ধে।


Niranjana Nag

সম্পর্কিত খবর