হাতের জাদুতে মানুষকে মোহিত করে চলেছে এই খুদে বালক! ভাইরাল ভিডিও তাক লাগাচ্ছে সবাইকে

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হলো এমন একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমাদের সামনে বিভিন্ন রকমের বৈচিত্রময় ভিডিও উঠে আসে। এই ভিডিওগুলি মজাদার হয়ে থাকে, আবার সামাজিক বার্তা বহন করে বহু দৃশ্য। নেট মাধ্যমের দ্বারা বহু মানুষের প্রতিভার ঝলকও উঠে আসে গোটা বিশ্ববাসীর সামনে, যা তাদের জনপ্রিয় করে তুলতে সহায়তা করে। সম্প্রতি রানু মণ্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকর সোশ্যাল মিডিয়ার দ্বারা জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক খুদে বালক তার অসামান্য প্রতিভা তুলে ধরেছে।

Sahil azam নামক instagram একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওর ক্যাপশনের শুধুমাত্র লেখা রয়েছে, ‘ট্যালেন্টেড স্টুডেন্ট’। এক্ষেত্রে খুদে পড়ুয়ার ট্যালেন্ট জানতে গেলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এক্ষেত্রে একটি ক্লাস রুমের চিত্র সকলের সামনে উঠে এসেছে, যেখানে সেই বালকটিকে ঘিরে আরো কয়েকজন পড়ুয়াকে দেখা যায়। ভিডিওটিতে সেই বালকটির হাতের মধ্যে দুটি পাথর দেখা যায়।

পরবর্তীতে, দুহাতে প্রতিটি পাথরকে ধরে থাকে বালক। এরপর একহাতে একটি করে পাথর নিয়ে বেঞ্চের মধ্যে হাত দুটিকে ঢেকে দেয় সে এবং মুহূর্তের মধ্যে একটি হাত তুলতেই দেখা যায় সেই পাথরটি গায়েব হয়ে গিয়েছে। অথচ তার অপর হাতের নীচে দুটি পাথর গিয়ে পৌঁছায়। তৎক্ষণাৎ তার সেই হাতের জাদুতে সকলে সম্মোহিত হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Sahil Saifi (@sahil.aazam)

ভিডিওটি পোস্ট করার পরে সেটি জনপ্রিয় হয়ে ওঠে এবং সকলে লাইক ও কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর