বাংলা হান্ট নিউজ ডেস্ক: খুব খারাপ লাগলেও এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে ভারতবর্ষের মতো বড় দেশের এখনও বেশ কিছু জায়গায় শিক্ষার আলোর প্রসারের অভাবের জন্য একটি পুত্রসন্তানকে একটি কন্যাসন্তানের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় থাকে। অবস্থার পরিবর্তন অবশ্যই ঘটে চলেছে, কিন্তু তা সত্ত্বেও গোটা ১৩০ কোটি দেশের সকল মানুষের চিন্তাধারায় পরিবর্তনের কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ। তবে এই ঘটনার ব্যতিক্রমও চড়ামাত্রায় দেখা যায়। এই প্রতিবেদনে তেমনই একটা ঘটনা তুলে ধরা হলো।
দেশে কন্যাসন্তানের জন্ম বড়ো করে উদযাপন করার ঘটনা খুব কমই দেখা যায়। তবে মহারাষ্ট্রে একটি পরিবার নবজাতক কন্যা শিশুর জন্ম হওয়ায় এতটাই খুশি হয়েছে যে সেই সন্তানকে হেলিকপ্টারে করে তাদের গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। ঘটনাটি খুব আশ্চর্যজনক শোনালেও এমন ঘটনা ঘটেছে।
পুনের শেলগাঁও অঞ্চলে থেকে এই ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হওয়ার পর পরিবারে আনন্দের যেন জোয়ার বইছে। পুরো পরিবার এতটাই খুশি যে নবজাতক কন্যাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিশাল অংকের টাকা খরচ করে একটি হেলিকপ্টার ভাড়া করা হয়েছিল এবং এর মাধ্যমে নবজাতক কন্যা তার গ্রামে পৌঁছেছিল। এই ঘটনার একটি ভিডিও এখন সামনে এসেছে।
To make our daughter's homecoming special, we arranged a chopper ride worth Rs 1 lakh. We did not have a girl child in our entire family, said the father
(Pic source: Family) pic.twitter.com/K3Pd4rSkbL
— ANI (@ANI) April 5, 2022
একটি সংবাদ সংস্থার খবরে বিশদ জানা গিয়েছে যে, পুনের শেলগাঁও থেকে একটি পরিবার তাদের নবজাতক কন্যাকে হেলিকপ্টারে করে নিয়ে এসেছে। মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য পরিবার একটি জমকালো ভাবে মুহূর্তগুলি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিল। নবজাতক কন্যার বাবা বিশাল জারেকার বলেন, “আমাদের পুরো পরিবারে কোনো মেয়ে ছিল না। তাই আমাদের মেয়ের নিজের ভিটেতে নিয়ে আসার মুহূর্তকে বিশেষ করে তুলতে আমরা ১ লাখ টাকা মূল্যের একটি হেলিকপ্টার ভাড়া করার ব্যবস্থা করেছি।