চরম অব্যাবস্থার ভিডিও ভাইরাল ,মালগাড়ি চেপে প্রাণের ঝুঁকি নিয়ে ফিরতে হল চাকুরিপ্রার্থীদের

viral video : সরকারি চাকরির পরীক্ষা যারা দিয়েছেন বা দিচ্ছেন তাদের মাঝে মাঝেই সরকারের উদাসীনতার শিকার হতে হয়। এমন প্রত্যন্ত অঞ্চলে পরীক্ষাকেন্দ্র ফেলা হয় যেখানে পৌঁছানো হয়ে ওঠে দুঃসাধ্য। এবার সেই উদাসীনতা ও অব্যাবস্থার চরম রূপ দেখে ফেলল দেশ। বিহার থেকে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, মালগাড়ি চেপে প্রাণের ঝুঁকি নিয়ে ফিরছেন চাকুরিপ্রার্থীরা। এই ঘটনায় মুখ পুড়েছে বিহার সরকারের।

IMG 20201225 153610

বিহারের বক্সার থেকে পরীক্ষা দিয়ে ফিরে আসা শিক্ষার্থীদের ভিডিও ভাইরাল হয়েছে যার কারণে প্রশাসন তুমুল সমালোচিত হচ্ছে। এই ভিডিওটি বক্সার স্টেশন এর। জানা যাচ্ছে, গত রবিবার এটি ধারন করা হয়েছিল। এই ভিডিওতে চাকুরিপ্রার্থীদের একটি মালবাহী ট্রেনে বসে বাড়ি ফিরতে দেখা গেছে। যা অত্যন্ত বিপজ্জনক।

বিহারে বরাবরই অভিযোগ ওঠে পরীক্ষাকেন্দ্র জেলা বা পার্শ্ববর্তী জেলায় না পড়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি। এমন এক জায়গায় পরীক্ষা কেন্দ্র ঠিক করা হয়েছিল যেখান থেকে গণযান নেই। ফলে জীবনের ঝুঁকি নিতে হলো হাজার হাজার যুবককে।

চাকুরী প্রার্থীরা কোনোরকমে পরীক্ষা কেন্দ্রে এসেছিল, পরীক্ষা হয়েছিল, কিন্তু বাড়িতে যাওয়ার কোনও উপায় ছিল না। এই পরিস্থিতিতে রেলস্টেশনে ট্রেন না পেয়ে মাল গাড়ির সন্ধান পায় তারা। জীবন এর ঝুঁকি নিয়ে বাড়ি যাওয়ার জন্য সেই ট্রেনেই চেপে বসে। ভিডিও ভাইরাল হতেই চরম সমালোচনার মুখে পড়েছে রেল। তবে রেল পুরোপুরি দোষ চাপিয়েছে বিহার সরকারের ওপর। সমালোচিত হচ্ছে বিহার সরকারের পরীক্ষার পদ্ধতিও৷ দেখুন তুমুল ভাইরাল ভিডিও।

সম্পর্কিত খবর