বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও (viral video) এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।
আমাদের দেশের একটা বিশাল সংখ্যক মানুষ থাকেন গ্রামে। শহরের তুলনায় গ্রামের পরিবেশ অনেকটাই আলাদা। সেখানের মানুষ সহজ সরল, তাদের জীবন যাত্রাও সাধারণ। করোনা পরিস্থিতিতে মানুষকে যখন সাধারণ জীবন যাপনে বাধ্য হচ্ছেন তখন এক অনাবিল আনন্দের দৃশ্য দেখে কার্যত নস্টালজিক হয়ে পড়ল নেটপাড়া।
ভিডিওটিতে দেখা যায়, গ্রামের এক দল বাচ্চা নদীর পাড় থেকে স্লাইড করে নদীতে পড়ছে। একের পর এক স্লাইড করে নদীতে নামছে। তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতই। যারা নিজেদের ছোট বেলা গ্রামে কাটিয়েছে তাদের অনেকেরই মনে পড়েছে ফেলে আসা শৈশবের দিনগুলির কথা।
মনোজ কুমার নামে এক টুইটার ব্যবহার কারী এই পোস্টটি শেয়ার করে লিখেছিলেন ‘ এই ধরনের আনন্দ এক মাত্র গ্রামেই মিলতে পারে। ‘ তার এই বক্তব্য সমর্থন করে রিটুইট করে বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রা। তিনি লেখেন, প্রকৃতপক্ষে এই ভিডিও উৎসাহ বাড়ায়। কিছু পোস্ট-কোভিড ওয়ার্ল্ডে আমরা জীবনের সহজতর সুখের উপর সব জায়গায় স্থান করব। আমার ভার্চুয়াল অফিসে ‘স্লাইড’ আমাকে আমার #Mondaymotivaton দেয়!
https://twitter.com/manoj_naandi/status/1279393187136589826?s=19