‘রুদ্রদাদা রুদ্রদাদা, ট্যালেন্ট তোমার ভালো” কবিতা দিয়েই রুদ্রনীলকে পাল্টা আক্রমণ দেবাংশুর! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান বঙ্গের রাজনীতিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছে, তা বলাবাহুল্য। সিবিআইয়ের সমনের পর আচমকাই তাঁর এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। শাসক-বিরোধী তরজা মাঝে সম্প্রতি এই ইস্যুকে হাতিয়ার করে অনুব্রত মণ্ডল এবং মমতা ব্যানার্জিকে একযোগে আক্রমণ করে একটি ভিডিও পোস্ট করেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।

আর এবার রুদ্রনীলের ভিডিওর পাল্টা একটি ভিডিও পোস্ট করে বসলেন তৃণমূলের জনপ্রিয় নেতা এবং ‘খেলা হবে’ গানের উদ্ভাবক দেবাংশু ভট্টাচার্য। ভিডিওর মাধ্যমে এদিন কবিতা পাঠ করে বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে একহাত নিলেন দেবাংশু।

দেবাংশু এদিন ফেসবুক পেজে একটি কবিতার ভিডিও পোস্ট করেন। ‘রুদ্র দাদার প্রতি (বেণীমাধবের অনুকরণে)’ শীর্ষক বিশিষ্ট কবিতার মাধ্যমে তিনি শুরু করেন, “ডেস্কে বসে হিসেব করো, বিরাট তোমার ঘর/ রং বদলে ঠিক কতটা বদলে যাবে স্বর/তুমি তখন ভালো মানুষ, মিষ্টি মানুষ ভারী/লোডশেডিংয়ে দেখা হলো কাঁথির দাদার বাড়ি।” ফলে এখানে যে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন, তা বুঝতে দেরী হয়নি শ্রোতাদের।

এরপর দেবাংশু আরো যোগ করেন, “রুদ্রদাদা রুদ্রদাদা, ট্যালেন্ট তোমার ভালো/মুভির মতো সব রোলেতেই এক্টিং জমকালো/ মার্ক্স, লেনিন, স্ট্যালিন মিশে, শিরায় শিরায় ইনকিলাব/ গালের গোড়ায় হালকা দাড়ি, ভুরুর নীচে বিজ্ঞ ভাব/ রাজ্যজুড়ে ঘুরে ঘুরে চাইলে ভোটের ভিক্ষা/ ভাবলে এবার মন্ত্রী হবো! আবগারি বা শিক্ষা!” দীর্ঘ 5 মিনিট 16 সেকেন্ডের এই ভিডিওর শুরু হতে শেষ পর্যন্ত রুদ্রনীলকে একের পর এক আক্রমণ শানান দেবাংশু।

প্রসঙ্গত, সপ্তাহের শুরুর দিকে কলকাতা সিবিআই দপ্তর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দেয়। এরপর তিনি বীরভূম থেকে কলকাতায় রওনা দিলেও সিবিআই দপ্তর-এ না গিয়ে শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হসপিটালে ভর্তি হন। এরপরই শুরু হয় বিতর্ক। সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য শারীরিক অসুস্থতার বাহানা দিচ্ছেন, এমন অভিযোগে তৃণমূল নেতাকে বিদ্ধ করতে থাকে বিরোধীরা।

আর এরপরই সমালোচকদের দলে নাম লেখান বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। নাম না করেই অনুব্রতকে একহাত নেন তিনি। ভিডিও পোস্ট করে ‘ভালো থেকো অনুমাধব’ নামের এক কবিতা পাঠের মাধ্যমে কেষ্টকে একের পর এক আক্রমণ করেন অভিনেতা। এখানে ‘অনুমাধব’ নামের আড়ালে অনুব্রত মণ্ডলকেই যে নিশানা করেন রুদ্র, তা বলাবাহুল্য। শুধু এখানেই না থেমে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আক্রমণ করে বসেন।

বিজেপি নেতাকে ভিডিওয় বলতে শোনা যায়, “জানি তুমি বুক পকেটে ভরে রাখো পুলিশ, গরু, কয়লা/ অনুমাধব, পাঞ্জাবীতে দাগ লাগে না? হয় না কেন ময়লা?/ জানি তোমার কাপড় কাচে, তোমার কাছের দিদি/ দাগ না লাগার গুঁড়ো সাবান ঘষছে নিরবধি।” আর এবার রুদ্রনীলের পাল্টা দেবাংশুর কবিতা যে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে তুলবে, তা অনস্বীকার্য।


Sayan Das

সম্পর্কিত খবর