ফিটনেস ফ্রিক বানর, পুশ আপ-সিট আপে জমজমাট বডিবিল্ডিং-এর ভিডিও ভাইরাল

Published On:

viral video : সামাজিক মাধ্যমের বর্তমান যুগে প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলিতে মানুষের পাশাপাশি নেটপাড়ার মন জয় করে নেয় মনুষ্যেতর প্রাণীরাও। আর এই তালিকায় সবথেকে উপরের দিকে থাকে হাতি ও বানর।

মানুষের সাথে বানরের অসম্ভব মিল। বলা হয় বানর জাতীয় প্রাণী থেকেই মানুষের উৎপত্তি। এহেন বানরই এবার বডি বিল্ডিং করতে শুরু করল কসরৎ। পুশ আপ – সিট আপে জম জমাট শরীর চর্চার ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভাইরাল হওয়া ভিডিওটি দেখা যাচ্ছে এক বানর ও এক মানুষকে। মানুষটি বানরটিকে বডি বিল্ডিং এর ট্রেনিং দিচ্ছে। সে বানরের পা ধরে আছে এবং বানরটি একের পর এক পুশ আপ দিচ্ছে। তাও একেবারে নিখুঁত ভাবে। পুশ আপের পর তাকে সিট আপও দিতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই এই ফিটনেস ফ্রিক বানরকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলছেন আসন্ন দূর্গা পুজোর নিজেকে হ্যান্ডসাম করতে বানরও শুরু করেছে বডি বিল্ডিং।

 

X