রোজই পড়তে যাওয়ার সময় পিছু করত এক যুবক! অবশেষে ধরে বেদম পেটাল তরুণী

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরসের সাসনি এলাকায় এক ছাত্রীর পিছু করে চরম বিপাকে পড়ে। ওই ছাত্রী সবার সামনে ইভ টিজিং করা যুবককে পেটানো শুরু করে, এরপর ওই যুবক হাতজোড় করে ক্ষমা চাইতে বাধ্য হয়। এই ঘটনার ভিডিও  (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত করার নির্দেশ দেয়।

জানিয়ে দিই, কোতওয়ালি থানা এলাকার এক গ্রামের ছাত্রী কোচিং পড়ার জন্য যায়। অনেকদিন ধরে এক যুবক তার পিছু করছিল এবং তাকে নিয়ে বিচ্ছিরি মন্তব্যও করছিল। যুবকের সাহস এতটাই বেড়ে যায় যে, ছাত্রীর পিছু করতে করতে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়।

জানা যায় যে, ওই তরুণী যখন তার বান্ধবীদের সাথে টিউশন করে বাড়িতে ফিরছিল, তখন ওই যুবক তার পিছু নেয়। এরপর ওই তরুণী জৈন ইন্টার কলেজের সামনে যুবকের সামনে রুখে দাঁড়ায়। আর তাকে শিক্ষা দেওয়ার জন্য সবার সামনে পেটাতে শুরু করে।

সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন এই ঘটনার ভিডিও করে আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। ভিডিওতে তরুণীর পিছু নেওয়া ওই যুবককে হাতজোড় করে ক্ষমা চাইতেও দেখা যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ওই যুবকের খোঁজ চালানো শুরু করে।

Koushik Dutta

সম্পর্কিত খবর