গায়ের রং কাঁচা সোনার মত, নেটপাড়া মাতাচ্ছে এই ব্যাঙ; ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ আমাদের দেশ বিভিন্ন প্রজাতির প্রাণীতে পরিপূর্ণ কিন্তু আমরা শহুরে জীবনে খুব কম এই সব প্রাণীর সন্ধান পাই৷ এমনই এক হাল্কা হলুদ রঙের ব্যাঙ নেটপাড়ায় হল ভাইরাল (viral video)।

images 2020 07 13T185443.702

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও (viral) এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

এই ধরনের ব্যাঙের নাম ইন্ডিয়ান বুল ফ্রগ। আদতে তার গায়ের রং বাদামি বা গাঢ় হলুদ। কিন্তু বর্ষাকালে এই ব্যাঙ সঙ্গিনীকে আকর্ষণ করার জন্য এই অপূর্ব কাঁচা সোনার রঙ ধারন করে। ভারতীয় উপমহাদেশের প্রায় প্রতিটি দেশেই এই ব্যাঙটির দেখা মেলে। এই ব্যাঙগুলি তাদের বেশিরভাগ সময় জমিতে, খাবার সন্ধানে ব্যয় করে। তারা অন্যান্য ব্যাঙ, ইঁদুর, ছোট পাখি এবং সাপ সহ সব কিছুই খায়। খাবার খাওয়ার জন্য মুখে ভোমরিন দাঁতও রয়েছে তাদের।

ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বনকর্মী প্রবীন কাসওয়ান। তিনি লিখেছেন, ‘আপনি কি কখনও হলুদ ব্যাঙ দেখেছেন? এছাড়াও এই সংখ্যা। তারা নরসিংপুরে দেখা ভারতীয় # বুলফ্রোগ। বর্ষাকালে এবং মেয়েদের আকর্ষণ করার জন্য এগুলি হলদে পরিবর্তিত হয়। তারা কীভাবে বৃষ্টি উপভোগ করছে তা দেখুন” ভিডিও টি ভাগ করে নেওয়ার পর থেকেই নেটপাড়ায় তা শোরগোল ফেলেছে। আপামর নেটজনতা এই ব্যাঙের রূপে মুগ্ধ। দেখে নিন এই সোনা রঙের ব্যাঙটিকে


সম্পর্কিত খবর