viral video : সংক্রমণের বছর ২০২০। তাই এই বছরের উৎসবের মেজাজও আলাদা। দূর্গাপুজার মন্ডপে এর আগে থিম হিসাবে দেখা গিয়েছিল পরিযায়ী শ্রমিক থেকে চিকিৎসকদের৷ এবার বড়দিনের আগে শিশু যীশুর মূর্তি সাজল মাস্ক, ফেস শিল্ডে। ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল।
বলিভিয়া সহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে করোনা আবহে এমনই সাজছেন যীশু। পরনে সারা শরীর জুড়ে পোশাক যার নাম হাজামত স্যুট। এক বিক্রেতা জানিয়েছেন, “আমার শিশু যীশু খুব ভাল সুরক্ষিত। আমার হ্যাজমেট স্যুট এবং তার মুখোশ রয়েছে, ঠিক যেমন আমি আমার মুখোশ দিয়ে সুরক্ষিত আছি। এটি একটি অলৌকিক শিশু”। সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল এই খুদে যীশু ইতিমধ্যে নেটিজেনদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
WATCH: One of the most popular Christmas decorations in Bolivia this year is baby Jesus with a face mask and a face shield pic.twitter.com/CymrFi9Ks6
— Reuters Asia (@ReutersAsia) December 17, 2020
এর আগে, যিশুর মুখোশ পরা ভিডিও এবং ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। একটি মুখোশের আকারের আলো রিও ডি জেনিরোর আইকনিক খ্রিস্ট দ্য রিডিমার মূর্তিতে প্রজেক্ট করা হয়েছিল। উদ্দেশ্য, সচেতনতা বাড়ানো এবং করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার জন্য লোকদের প্রতি আহ্বান জানানো।
Rio's Christ the Redeemer statue lit up urging people to wear face masks during the coronavirus pandemic. https://t.co/N54V3qQlRW pic.twitter.com/DGt2xxdr1H
— ABC News (@ABC) May 4, 2020
১২ এপ্রিল ইস্টারের দিনও ক্রাইস্ট দ্য রিডিমার স্ট্যাচুটি ডাক্তারের পোষাকে আলোকিত করা করা হয়েছিল, স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে এটি করা হয়েছিল। সেই অনিন্দ্য কান্তি যিশু মূর্তির হাতে “বাড়িতে থাকুন” স্লোগান লিখে সচেতনতার প্রচার করা হয়েছিল হয়েছিল।
https://twitter.com/nmsonline/status/1249642984171352065?s=19
কেবল রিওর ক্রাইস্ট দ্য রেডিমার স্ট্যাচু নয়, আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, বিশ্বের 6 টি বিখ্যাত স্মৃতিস্তম্ভকে করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাতে আলোকিত করা হয়েছিল।
https://www.instagram.com/p/B_EJ08zDqsR/?igshid=komzgh9fs8rw