বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে চুরি (Snatching in Running Train) খুবিই সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেল মন্ত্রক (Rail Ministry) যাত্রীদের নিরাপত্তা দিতে পারছে না এই অভিযোগ দীর্ঘ দিনের। এবার এমন এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যা দেখে হয়তো টনক নড়তে পারে রেল দফতরের। ভারতীয় রেলে (Indian Railway) যাত্রী নিরাপত্তা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এই প্রশ্ন আরও একবার উঠে গেল রেলের বিরুদ্ধে।
কী আছে ভিডিওতে? চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই করতে ওঠে এক চোর। ধরা পড়ার ভয়ে এক অভিনব কায়দায় পালিয়ে গেল সেই ছিনতাইবাজ। ভিডিওটিতে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন থেকে ঝুলতে ঝুলতে হঠাৎই ঝাঁপ দিল সে। যাত্রীরা মোবাইলের ক্যামেরায় ধরে রাখলো সেই মুহূর্তের ছবি। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে টিটাগড়-ব্যারাকপুর লাইন। সূত্র মারফত জানা যাচ্ছে, খড়দহ স্টেশন থেকে ছাড়ে আপ শান্তিপুর লোকাল ট্রেন। তরপর হঠাৎই চলন্ত ট্রেন থেকে ঝুলতে দেখা যায় একটি লোককে।
খোঁজ নিয়ে জানা যায়, লোকটি একটি মস্ত ছিনতাইবাজ। কিন্তু শুক্রবার তার ভাগ্যটা একটু খারাপ ছিল। চলন্ত ট্রেন মোবাইল চুরি করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়ে যায় সে। এরপর প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করে। কিন্তু ট্রেনের গতিবেগ তখন যথেষ্ট বেশি। তাই নামতে গিয়েও ব্যর্থ হয় সে। চলন্ত ট্রেনের গেট ধরে তাকে ঝুলতে দেখা যায়।
চলন্ত ট্রেনে ছিনতাই করে পালালো দুষ্কৃতী #ViralVideo #viralTiktok pic.twitter.com/tgdgwr6LfI
— Bangla Hunt (@BanglaHunt) July 15, 2022
বিপজ্জনক ভাবে ঝুলতে ঝুলতেই বেশ অনেকটা পথ যায় সে। এরপর একটা জায়গায় ট্রেন থেকে সটান ঝাঁপ মেরে দেয়। চিৎপাত হয়ে পরে যায় রেললাইনের পাশেই। অল্প-বিস্তর আঘাত পেলেও এদিনের মতো প্রাণে বেঁচে যায় সে। গোটা ঘটনায় হতবাক হয়ে যান যাত্রীরা। এই ঘটনা যাত্রী নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।