ওমিক্রন হানার মাঝেই বড়দিনে মানুষের ঢল পার্ক স্ট্রিটে, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে নেটিজনদের

বাংলাহান্ট ডেস্কঃ দেশে উত্তরোত্তর বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। করোনা বিধি মানতে বলা হচ্ছে নিয়ম করেই। তবে এরই মধ্যে বড়দিনে পার্ক স্ট্রিটে মানুষের ঢলের ভাইরাল ভিডিও (viral video) দেখে চোখ কপালে উঠল নেটিজনদের। কদিন আগেই দিল্লী মার্কেটের যে চিত্র দেখে দিল্লী পুলিশ এবং সরকারের সমালোচনায় মুখর হয়েছিল সুপ্রিম কোর্ট, কলকাতার এই চিত্র দেখলে তাহলে চক্ষুচড়কগাছ হয়ে যাবে বিচারপতিদের।

বড়দিনের উৎসবে মাতোয়ারা মানুষজনের জন্য গতকাল বিকেল থেকেই ‘ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট’ করে দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিটকে। যাতে কোন সমস্যা না হয়, সেজন্য মোতায়েন করা হয়েছিল সাড়ে ৩ হাজার পুলিশ। ১৫ টি পুলিশি বুথ ছিল ছিল ১১ টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াডও। ছিলেন ২৫ জন মহিলা পুলিশ কর্মীও। ১১ টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি করার পাশাপাশি চলছিল ড্রোনের সাহায্যে নজরদারিও।

বর্তমান সময়ে নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০-র কাছাকাছি। এই পরিস্থিতিতে যখন আবার নাইট কারফিউ জারি করার কথা বলা হচ্ছে, তখন কলকাতার এই ভিড় সবকিছুকে ছাপিয়ে গেল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আলো ঝলমলে পার্ক স্ট্রিটে শুধুই ভিড় করেছে মানুষের মাথা আর মাথা। কালো মাথা, আবার সান্টা লাল-সাদা টুপিওয়ালা মাথাও। রংবেরঙ্গের রংমিলান্তি পোশাক পড়লেও, খুব বেশি মানুষের মুখে মাস্কও সেভাবে দেখা যাচ্ছে না। তবে সাধারণ মানুষের মুখে মাস্ক না থাকলেও, পুলিশ কর্মীদের মাস্ক পরিহিত অবস্থাতেই দেখা গেল সেখানে। সবাই মেতে উঠেছেন বড়দিনের আনন্দে। নেই শারীরিক দূরত্বের কোন নামগন্ধ।

Smita Hari

সম্পর্কিত খবর