বাংলাহান্ট ডেস্কঃ দ্য লায়ন কিং এর সেই দৃশ্যটি মনে আছে? যখন সিম্বা প্রথম গর্জন অভ্যাস করতে যায়। অবিকল তেমনই একটি ভিডিও ভাইরাল হল সামাজিক মাধ্যম টুইটারে। একরত্তি এক সিংহশাবক তানজানিয়ার এক অভয়ারণ্যে একই ভাবে গর্জন করছে। ইতিমধ্যেই এই সিংহ শিশুটিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
15 সেকেন্ডের এই ক্লিপটি এখন পর্যন্ত 60,000 বার দেখা হয়েছে এবং প্রায় 7,500 টি পছন্দ এবং 1500 টি পুনঃটুইট সংগ্রহ করেছে। অনেকেরই একে দেখে সিম্বার কথা মনে পড়েছে বলে জানিয়েছেন নেটিজেনরা।
https://twitter.com/welcomet0nature/status/1254126027883917317?s=19
That's just the most adorable. Did you hear his lion roar??!!
— ElkeMariaHassell 💙 🇧🇧 (@ElkeHassell) April 25, 2020
OMG pic.twitter.com/ZKsUrzJzY2
— Sue Israel-Lamberty✡️ (@SueIsrael) April 25, 2020
Little pin teeth 🦷 ❤️
— 🧚♀️Aurora (@Aurora01121) April 26, 2020
simba ❤️
— जीवनदायीनी (@jeevandayni) April 25, 2020
https://twitter.com/RelaxableFur/status/1254203417926479876?s=19
aaaaawwwwww
— alpenrosi (@RR120_80) April 25, 2020
কিছুদিন আগেই, চিতা শিশু ও তার মায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, মা চিতা জঙ্গলের বাইরে রাস্তা পার হচ্ছে তার শাবকদের নিয়ে। প্রথম শাবকটি তার মাকে অনুসরণ করে এবং রাস্তার অন্যদিকে পৌঁছে যায়। কিন্তু, দ্বিতীয় শাবক রাস্তায় বসে পড়ে এবং তারপরে আরামে গর্জন করে। অবশেষে, মা চিতাবাঘ ফিরে আসে বাচ্চাটিকে ঘাড়ে ধরে রাস্তা পার করায়। ভিডিও দেখে মায়ের তার অবাধ্য সন্তানকে শাসনের কথা মনে পড়ে গেছে নেটিজেনদের।
https://www.instagram.com/p/B_PZ8qhBeO6/?igshid=sz68rf177sni
You learn traffic sense from this leopard mother. Old video, details in it. pic.twitter.com/PzyEivrJBO
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) April 23, 2020
করোনার কারণে কার্যত বিশ্বের একটা বিরাট অংশ গৃহবন্দী। বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে ছড়িয়ে পড়া ছবিগুলি জানান দিচ্ছে যে মানুষের এই গৃহবন্দি হয়ে থাকার ফলে প্রাণ খুলে হাসছে প্রকৃতি। প্রকৃতির স্বাভাবিক নিয়ম মেনে নির্ভয়ে বিচরণ করছে ডলফিন, হরিণের মত লাজুক বন্যপ্রাণীরা।