দুর্দান্ত হিন্দি ও বাংলা গান, পথে পথে ফ্রিতে বেহালা বাজিয়ে ‘খুশি’ বিলি করেন এই বেহালাবাদক, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : বিশ্বে যখন অতিমারির দাপাদাপিতে নাভিশ্বাস উঠছে, ঘরবন্দী মানুষের জীবনে নেমে আসছে ‘ডিপেশন’ এর ঘন অন্ধকার। ঠিক সেই সময় আশার আলো দেখিয়ে বাঁচতে শেখায় শিল্পীরা। অতিমারির ভয়ংকর দিনে মানুষের মধ্যে খুশি বিলি করছেন মালদহের এক বৃদ্ধ। সামাজিক মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল (viral) হয়েছে ভিডিওগুলি।

20200714 190948

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

জানা যাচ্ছে বৃদ্ধ মালদহের বাসিন্দা। নাম ভগবান সাউ৷ তার পরিবার নেই৷ নেই অভিযোগ এমনকি কোনো রাজনৈতিক বক্তব্যও। পথে পথে নিঃস্বার্থভাবে বেহালা শোনান তিনি। শোনা যায় বেহালা শোনানোর জন্য একটিও পয়সা নেন না। একের পর এক অনুরোধ হাসিমুখে রক্ষা করেন তিনি।

https://www.facebook.com/100008911770778/videos/pcb.2362863814020655/2362858614021175/

ফেসবুকে দ্বিতীয়বার ভাইরাল হলেও মালদহ শহরে তিনি এক পরিচিত মুখ৷ নন্দিতা দাস নামে এক ফেসবুক ব্যাবহারকারী তার চারটি বেহালা বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, আপন মনে বাজিয়ে চলেছেন, লাগ যা গালে, যা রে উড়ে যা রে পাখি, দিওয়ানা হুয়া বাদল, আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, কাঁহি দূর যাব দিন ঢাল যায়ে। নন্দিতা দাস ভিডিও শেয়ারের সঙ্গে বলেন, “অসাধারণ শিল্পী, অপূর্ব তার শিল্পস্বত্বা,কি দারুণ সৃষ্টি। শিল্পী তার শিল্পকর্ম স্বার্থশূন্য ভাবে এগিয়ে নিয়ে চলেছেন। বিকেল বেলায় মনটা যেন মুগ্ধ হয়ে গেল”।

https://www.facebook.com/100008911770778/videos/pcb.2362863814020655/2362863404020696

তারপর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যান এই বৃদ্ধ। বয়ে যায় লাইক কমেন্টের বন্যা। অনেক পূর্বপরিচিতরা অবশ্য কমেন্টে জানিয়েছেন, ভালবাসা থেকেই বেহালা বাজান ভগবান বাবু, এমনকি কোনো অনুষ্ঠানেও তিনি বাজান না। দেখে নিন সেই অপূর্ব মানুষটিকে, শুনুন তার সুরের যাদু।

https://www.facebook.com/100008911770778/videos/pcb.2362863814020655/2362859900687713

 

 


সম্পর্কিত খবর