অভিনব প্রতিবাদ! ওলার নতুন স্কুটার বিকল হয়ে যাওয়ায় গাধার সাথে বেঁধে ঘোরালেন গ্রাহক, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। যেকারণে, অনেকেই এখন ইলেকট্রিক স্কুটার কেনার দিকে ঝুঁকছেন। পাশাপাশি, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য-নতুন স্কুটার বাজারে আনছে সংস্থাগুলি। যদিও, এইসব স্কুটারে আগুন লাগার একাধিক ঘটনায় কিছুটা হলেও আতঙ্কিত ক্রেতারা। এই আবহেই এবার অবাক করা এক বিষয় সামনে এল।

ওলার নতুন ইলেকট্রিক স্কুটার কেনার পর সেটি বিকল হয়ে যাওয়ায় বারবার চেষ্টা করেও স্কুটারটি সারানো না গেলে অবশেষে রেগে গিয়ে অভিনব প্রতিবাদ করলেন এক ব্যক্তি। একটি গাধার সাথে স্কুটারটিকে বেঁধে রীতিমত জনসমক্ষে ঘোরালেন তিনি। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে। আর সেখানেই ফুটে উঠেছে সমগ্র বিষয়টি। এদিকে, এহেন প্রতিবাদ দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে আমরা নেটমাধ্যমে বিভিন্ন সব ভিডিও ভাইরাল হতে দেখলেও কিছু কিছু এমন ভিডিও সেখানে উপস্থিত থাকে যেগুলি বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ উপস্থাপিত করে। পাশাপাশি সেগুলি জনসাধারণের ওপরেও প্রভাব ফেলে। বর্তমানে ভাইরাল হওয়া এই ভিডিওটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

ওলার স্কুটারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ:
জানা গিয়েছে যে, মহারাষ্ট্রের বিড জেলার বাসিন্দা শচীন গিত্তে সম্প্রতি একটি ওলার বৈদ্যুতিক স্কুটার কিনেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল ক্রমবর্ধমান পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি থেকে চিন্তামুক্ত হওয়া। কিন্তু স্কুটার কেনার কয়েকদিন পরেই ঘটে অন্য ঘটনা। কারণ অল্প কিছুদিনের মধ্যেই তাঁর স্কুটারটি বিকল হয়ে যায়।

স্বাভাবিকভাবেই, এই ঘটনায় শচীন খুব বিরক্ত হয়েছিলেন। এমনকি, তিনি একাধিকবার সংশ্লিষ্ট সংস্থার সঙ্গেও যোগাযোগ করলে মেলেনি কোনো সুরাহা। এমতাবস্থায়, তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেন এবং তারপরেই শচীন তাঁর ওলা স্কুটারটিকে একটি গাধার সাথে বেঁধে রাস্তায় জনসমক্ষে ঘোরাতে থাকেন। পাশাপাশি, সবাইকে ওলার বৈদ্যুতিক স্কুটার কেনা থেকে বিরত থাকতেও বলেন তিনি। এদিকে, তাঁর এই অভিনব প্রতিবাদই বর্তমানে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ঠিক কি ঘটেছে?
জানা গিয়েছে, শচীন ওলা স্কুটারটি গত ২৪ মার্চ হাতে পেয়েছিলেন। যদিও, তিনি স্কুটারটির জন্য গত বছরের সেপ্টেম্বরে ২০,০০০ টাকা দিয়ে বুক করেন সেটি। তারপর চলতি বছরের জানুয়ারিতে আরও ৬৫,০০০ টাকা প্রদান করেছিলেন তিনি। তবে, মাত্র ছয় দিন পরেই স্কুটারটি কাজ করা বন্ধ করে দেয়। এমতাবস্থায়, হতাশ হয়ে শচীন কোম্পানির সাথে যোগাযোগ করেন। যদিও, তারপর একজন মেকানিক এলেও টু-হুইলারটি ঠিক করা যায়নি।

এদিকে, ক্রমাগত কোম্পানির কাস্টমার কেয়ার সার্ভিসে ফোন করেও কোনো সমাধান না পেয়ে শেষে প্রতিবাদের পথ বেছে নেন শচীন। গাধার সাথে তাঁর স্কুটারটি বেঁধে দিয়ে রাস্তায় ঘোরাতে থাকেন তিনি। এছাড়াও, তিনি একটি পোস্টারও তৈরি করেন। তাতে লেখা ছিল, “এই প্রতারক কোম্পানি ওলা থেকে সাবধান। ওলা কোম্পানির টু-হুইলার কেউ কিনবেন না।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর