বাংলাহান্ট ডেস্কঃ লকডাউন ৩.০ তে অবশেষে খুলেছে দেশব্যাপী মদের দোকানগুলি (liquor shop)। যা নিয়ে ইতিমধ্যেই সুরার অকাল উৎসবে মেতে উঠেছে এক অংশের জনতা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সুরা পানের সেই উন্মাদনা, একের পর এক ফটো, ভিডিও হচ্ছে ভাইরাল (viral)।
মদের দোকানের উত্তরাখন্ড রাজ্যের নৈনিতালের এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আজ। যেখানে শিলাবৃষ্টি ও প্রবল ঠান্ডাকে উপেক্ষা করেও লাইন দিয়ে মদ কিনছেন সুরাপ্রেমীরা। সুকুমারের গঙ্গারাম ঊনিশ বার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ক্ষান্ত হয়েছিলেন। কিন্তু নৈনিতালের সুরাপ্রেমীরা অধ্যবসায়ে তাকেও টক্কর দেবেন।
dedication of uttarakhand people pic.twitter.com/dhsa9PdF2I
— Virendra (@Virendr25672318) May 5, 2020
বস্তুত, করোনা সংক্রমণ এর এই ভয়ানক পরিস্থিতিতে দেশব্যাপী মদের দোকানের লম্বা লাইনকে ভাল ভাবে নেয় নি নেট পাড়ার বাসিন্দারা। তাই এই ঘটনায় একের পর এক ব্যাঙ্গ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পোস্ট হবার সাথে সাথেই সেগুলি ভাইরাল নেট দুনিয়ায়। দেখে নিন ভাইরাল সেই ছবি ও ভিডিও
https://twitter.com/iStormbreaker_/status/1257197949010001921?s=19
https://twitter.com/DoctorrSays/status/1257184099321733120?s=19
#LiquorShops
*MHA Permitted liquor shops to open*
people outside the shop : pic.twitter.com/0BAT6LCgJA— Oggy (@shubh_vichaar) May 4, 2020
Men will be men. Long queues outside #LiquorShops since the easy in #LOCKDOWN2020. #Social_Distancing goes for a toss! @CMofKarnataka do you think this was a wise decision?
PC: Aseef @TOIBengaluru pic.twitter.com/kwMKxgS0MS
— Nithya Mandyam (@Nithya_Mandyam) May 4, 2020
https://twitter.com/Atheist_Krishna/status/1257232703235092481?s=19
দেশজুড়ে লকডাউনের তৃতীয় দফায় সবথেকে বেশি যেই ছাড় নিয়ে চর্চা হচ্ছে, সেটা হল মদের দোকান গুলোকে খোলার অনুমতি দেওয়া।
সকাল থেকে দেশের প্রতিটি রাজ্যে মদের দোকান গুলোকে খোলা হয়েছে। আর মদের দোকান খোলার আগে থেকেই সকাল সকাল দোকানের সামনে গিয়ে লাইন দিয়েছে সুরাপ্রেমীরা। অনেক জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং পালন হলেও, বেশীরভাগ জায়গায় সরকারের এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে মদের কেনাবেচা।