ঠিক যেন “শক্তিমান”! চোখের পলকে দৌড়ে গিয়ে শিশুর প্রাণ বাঁচালেন এক ব্যক্তি, ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন কত ভিডিওই না ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। কিন্তু, তার মধ্যে মাত্র গুটিকয়েক ভিডিওই মন ছুঁয়ে যায় সকলের। কিছু কিছু এমন মুহূর্তের ভিডিও সামনে আসে যা দেখে চমকে যেতে হয় সবাইকেই। চোখের পলকেই যে কত কিছু ঘটতে পারে তা সেই সব ভিডিওগুলি না দেখলে বিশ্বাসই করা যায়না।

সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে যা দেখে রীতিমতো স্তম্ভিত সকলেই। যে কারণে ঝড়ের গতিতে নেটমাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিওটি। রাস্তায় দ্রুতবেগে ছুটে আসা একটি শিশুকে যেভাবে বড় ট্রাকের মুখ থেকে বাঁচিয়েছেন এক ব্যক্তি তা দেখে সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি নিজের জীবনের পরোয়া না করেই রাস্তায় ছুটে চলা একটি শিশুকে বাঁচাচ্ছেন। প্রায় চার থেকে পাঁচ বছর বয়সী ওই শিশুটি হঠাৎই ছুটতে ছুটতে এক্কেবারে রাস্তার মাঝে এসে উপস্থিত হয়। ঠিক তখনই সেখানে এসে পড়ে বিরাট একটি ট্রাকও।

কয়েক মুহূর্তের মধ্যেই বড় বিপদের আঁচ বুঝতে পেরে প্রাণপণে ছুটে কোনোমতে রাস্তার মাঝে থাকা ওই শিশুটির প্রাণ বাঁচাতে সক্ষম হন এক ব্যক্তি। পাশাপাশি, ট্রাকটিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। যদিও, সঠিক সময়ে শিশুটির কাছে ওই ব্যক্তি চলে আসায় ঘটেনি কোনো দুর্ঘটনা।

এদিকে, এই ভিডিওটিই বর্তমানে সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। রিল লাইফের “শক্তিমান” বা “সুপারম্যান” যেমন সমস্ত বিপদ থেকে সবাইকে রক্ষা করে ঠিক তেমনি ওই ব্যক্তিটিও শিশুটিকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন।

Man’s quick thinking and prompt action saves kids life.
byu/handlewithcareme inHumansBeingBros

ভিডিওটি দেখে ইতিমধ্যেই সেটি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। পাশাপাশি, প্রতিক্রিয়াও দিতে দেখা যায় তাঁদের। যেভাবে নিজের প্রাণকে বিপন্ন করে ওই ব্যক্তি শিশুটিকে বাঁচিয়েছেন তাতে তাঁর সাহস ও মানসিকতাকেও কুর্ণিশ জানিয়েছেন সকলে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X