জিমে গিয়ে ঘাম ঝরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ রবিবার এক অন্যরূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার উত্তরপ্রদেশের মেরঠে স্পোর্টস ইউনিভার্সিটির শিলান্যাস করে সেখানে জিম করতেও দেখা গেল প্রধানমন্ত্রীকে। আর সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়। শিলান্যাস করার পর সেখানকার সুযোগসুবিধাগুলিও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

জিমের সমস্ত কিছু খতিয়ে দেখতে দেখতেই একটি মেশিনে বসে পড়েন প্রধানমন্ত্রী। আর বসেই কসরত করতে শুরু করেন প্রধানমন্ত্রী। আগেও ফিটনেস নিয়ে নানাসময় নানারকম ভঙ্গিতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে। আর এবারে তাঁর এই কসরতের ভিডিও রীতিমত ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়।

এই ইউনিভার্সিটির নাম মেজর ধ্যানচাঁদের নামে রাখা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশা, এখানে যুবসমাজ মনযোগের সঙ্গে কাজ করে দেশের নাম উজ্জ্বল করবে। উত্তরপ্রদেশের যুব সম্প্রদায়কে এবার খেলার দুনিয়ায় এগিয়ে যাওয়ার উৎসাহও দেওয়া হবে।

৯১ একর জমির ওপর এই ইউনিভার্সিটি তৈরি করতে প্রায় ৭০০ কোটি টাকা খরচ হবে বলেও জানা গিয়েছে। কবাডি, খোখো, কুস্তির মত ইভেন্ট দেখার জন্য পাঁচ হাজারেরও বেশি মানুষের বসার আয়োজন করা হচ্ছে এখানে। একসঙ্গে প্রায় ১০৮০ জন খেলোয়াড় প্রস্তুতি নিতে পারবেন এখানে।

তবে এসবের মধ্যে আজকের দিনে সবথেকে বেশি ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রীর কসরতের ভিডিও। যেখানে দেখা গিয়েছে, জিমের একটি মেশিনে বসেই কসরত করতে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

dolon

Smita Hari

সম্পর্কিত খবর