ভাইরাল ভিডিও: নাচতে নাচতে স্ত্রী গৌরীর ঝটকায় ছিটকে গেলেন শাহরুখ খান

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন করিনা কাপুর খানের ভাই আরমান জৈন। সেই বিয়েতে রীতিমতো চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন বলিউডের তাবড় তারকারা। রণবীর কাপুর, আলিয়া ভাট থেকে কিয়ারা আডবানী বাদ যাননি কেউই। এই তালিকায় বলিউডের বাদশা শাহরুখ খান থাকবেন না তা কী হয়?

shahrukh gauri

বিবাহ অনুষ্ঠানে দেখা মিলল শাহরুখেরও। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরি খান। বিয়েতে পারফর্মও করেন শাহরুখ-গৌরি। তবে শাহরুখের ছবির কোনও গানে নাচতে দেখা গেল না তাঁদের। বরঞ্চ তাঁরা নাচলেন অমিতাভ বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ‘কাজরা রে’ গানে।

https://www.instagram.com/p/B8Kk2AIJ2sI/?utm_source=ig_web_copy_link

গৌরির নাচের দক্ষতা দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। নাচতে নাচতে হঠাতই গৌরির ঝটকায় ছিটকে পড়েন শাহরুখ। তখনই এন্ট্রি নেন পরিচালক তথা শাহরুখ-গৌরির খুবই ভাল বন্ধু করণ জোহর।

https://www.instagram.com/p/B8J3mx0A73J/?utm_source=ig_web_copy_link

এরপর গৌরির সঙ্গে নাচতে শুরু করেন করণ। দুজনে স্টেজ মাতিয়ে দেন। তারপর তাঁদের সঙ্গে যোগ দেন কিং খানও। তিনজনের নাচ দেখে উপস্থিত অতিথি অভ্যাগতরাও হাততালিতে উৎসাহ যোগান তাঁদের। এই ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। শাহরুখ, গৌরি ও করণের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে নেটজনতারও।

এদিন কালো শেরওয়ানিতে সেজেছিলেন শাহরুখ। সঙ্গে রূপোলি লেহেঙ্গায় অসাধারন মোহময়ী দেখাচ্ছিল গৌরিকেও। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতেই তাঁদের ঘিরে ঝলসে ওঠে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ। পাপারাৎজির অনুরোধে পোজও দেন শাহরুখ ও গৌরি। তবে তাঁদের সঙ্গে দেখা মেলেনি ছেলে মেয়ে আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খানের।

Niranjana Nag

সম্পর্কিত খবর