থামার নামই নিচ্ছে না আফগানিস্তানের সঙ্কট, এবার তালিবানরা ভাঙল বিশ্ব প্রসিদ্ধ ধার্মিক সৌধ

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের আতঙ্ক লাগাতার জারি রয়েছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, জঙ্গি সংগঠন এবার বিশ্ব প্রসিদ্ধ ‘গজনী গেট”কে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই গেটটি ইসলাম সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক ছিল। কিন্তু তালিবানিদের তা পছন্দ হয়নি। গজনী গেট ভাঙার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল (Viral Video) হচ্ছে। এই গেটটি আশরফ গনির সরকার ইসলামিক সাম্রাজ্যের স্থাপনার শরণে বানিয়েছিল।

বলে দিই, এর আগে তালিবানি জঙ্গিরা বামিয়ানে হজরা নেতা আবদুল আলি মাজারির মূর্তিও ভেঙে ফেলেছিল। বামিয়ান সেই জায়গা, যেখানে ২০০১ সালে তালিবান তাঁদের নেতা মুল্লা মহম্মদ উমরের আদেশে শতাব্দী প্রাচীন বুদ্ধ মূর্তি ভেঙে ফেলেছিল জঙ্গিরা।

আবদুল আলি মাজারি আফগানিস্তানের হজরা সংখ্যালঘু আর শিয়াদের জন্য একজন প্রসিদ্ধ নেতা ছিলেন। ১৯৯৬ সালে তালিবানের জঙ্গিরা মাজারিকে নৃশংস ভাবে হত্যা করার পর তাঁর দেহ গজনীতে হেলিকপ্টার করে নিচে ফেলে দেয়।

বলে দিই, আফগানিস্তানে তালিবানের আতঙ্কের কারণে সেখানকার শিল্প, কাজ এবং ব্যাংক সমস্ত কিছু বন্ধ হয়ে পরে রয়েছে। দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিশের দাম আকাশ ছোঁয়ার ফলে সেখানকার নিরীহ মানুষরা খালি পেটে থাকতে বাধ্য হচ্ছে। হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা দেশ ছাড়তে পারেন নি, তাঁর দুবেলার খাবার আর ওষুধ কিছুই জোগাড় করতে পারছেন না। এমনকি টাকার জন্য গহনা বিক্রি করার উদ্যোগ নিলেও, সেই গহনা কেনার মতো কেউ নেই।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর