এগিয়ে বিরাট! অল্পের জন্য সুপার ১২-এ কোহলিকে টপকাতে ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে অসাধারণ ফর্মে রয়েছে ভারতীয় দল। কিছু চিন্তার জায়গা অবশ্যই এখনো রয়ে গিয়েছে, কিন্তু মোটের ওপর ইতিবাচক দিকের সংখ্যাই বেশি। দু তিনজন ক্রিকেটার বাদে বাকিদের প্রত্যেকেই কোনও না কোনও জয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। ভারতীয় সমর্থকরা আশা করবেন যখন সেমি ফাইনালে রোহিত শর্মার দল মাঠে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে তখন যে সমস্যাগুলো এখনো সমাধান হয়নি সেগুলোর উত্তরও খুঁজে পাওয়া যাবে।

চলতি বিশ্বকাপে দুই ভারতীয় ব্যাটার দুর্দান্ত ফর্মে আছেন। এই দুজন হলেন বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে দুজনেই প্রশংসাজনক ব্যাটিং করেছেন। পরে তাদের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। তবে এইমুহূর্তে এই দুজন বিশ্বকাপের সুপার পর্যায়ে থেকে চলতে থাকা প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছেন রান সংগ্রহের দিক দিয়ে।

Sky kohli

সূর্যকুমার যাদব যত দিন যাচ্ছে ততই যেন উন্নতি করছেন। কিন্তু তাও বিরাট কোহলিকে সুপার ১২ পর্যায়ে অন্তত ধরতে পারলেন না তিনি। টুর্নামেন্টের সুপার ১২ পর্যায়ে সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন বিরাট কোহলি। তার ঠিক পরেই রয়েছেন সূর্য যাদব।

বিরাট কোহলি পাকিস্তান, নেদারল্যান্ডস এবং বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই তিনটি ম্যাচেই অর্ধশতরান করেছিলেন তিনি। সূর্যকুমার যাদব পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের রান পাননি। সেই জন্য অনেকেই তার সমালোচনা করেছিলেন এই বলে যে তিনি বড় টুর্নামেন্টে বড় দলগুলোর বিরুদ্ধে ব্যর্থ হচ্ছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতকে হারের মুখ দেখতে হয়েছিল, সেই ম্যাচে ভারতীয় ব্যাটিংকে একার কাঁধে টেনেছিলেন সূর্য। চলতি প্রতিযোগিতায় নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন তিনি।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২ পর্যায়ে সর্বোচ্চ রান সংগ্রাহকারীদের তালিকা:

  • বিরাট কোহলি (২৪৬)
  • সূর্যকুমার যাদব (২২৫)
  • গ্লেন ফিলিপ্স (১৯৫)
  • নাজমুল হোসেন শান্ত (১৮০)
  • কলিন অ্যাকেরম্যান (১৪৮)
Reetabrata Deb

সম্পর্কিত খবর