ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম, ছুটি কাটাতে স্ত্রী অনুস্কাকে নিয়ে বৃন্দাবন দর্শন কোহলির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এখন ক্রিকেট থেকে দূরে পরিবারকে সঙ্গে নিয়ে ছুটি কাটাচ্ছেন। তার স্ত্রী ও বলিউড (Bollywood) অভিনেত্রী অনুস্কা শর্মাকে (Anushka Sharma) নিয়ে আপাতত বৃন্দাবন (Vrindavan) গিয়েছেন বিরাট। তার এই সফরের উদ্দেশ্য শুধুমাত্র আধ্যাত্মিকতা এবং তিনি মিডিয়া থেকে যাবতীয় ভাবে দূরত্ব বজায় রেখেছেন। বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা তাদের সফরে বাবা নিম করোরির আশ্রমেও গিয়েছিলেন।

বিরাট কোহলির ম্যানেজার জানিয়েছেন যে বিরাট কোহলি এবং তার স্ত্রী বর্তমানে ধর্মীয় সফরে গিয়েছেন। বিরুস্কা জুটির বুধবার বিকেলে বৃন্দাবনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু দুজনেই নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগে সেখানে পৌঁছে যান। নিম করোরি বাবার আশ্রমে পৌঁছে বিরাট কোহলি বেশ কিছুক্ষণ ধ্যানও করে নিজের মনকে শান্ত করার চেষ্টা করেছিলেন। বেশ কিছুক্ষণ সময় সেই আশ্রমে কাটিয়েছিলেন বিরাট ও অনুস্কা।

anushka sharma talks about not engaging kid in social media main

চলতি বছরে ভারতের মাটিতেই আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে বিরাট কোহলির ছন্দে থাকাটা অত্যন্ত দরকারি ভারতীয় দলের জন্য। বিরাট ওয়ান ডে-তে খুব একটা ভালো ছন্দে নেই কিন্তু নিজের শেষ ওডিআই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নিজের ৭২ তম কেরিয়ার শতরানটি পেয়েছেন কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি আবার মাঠে ফিরবেন। তারপর হয়তো আবার তাকে মাঠে দেখা যাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে।

ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং

ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের সময়সূচি

প্রথম ওডিআই – ১০ জানুয়ারি, গুয়াহাটি
দ্বিতীয় ওডিআই – ১২ জানুয়ারি, কলকাতা
তৃতীয় ওডিআই – ১৫ জানুয়ারি, তিরুবনন্তপুরম

Reetabrata Deb

সম্পর্কিত খবর