বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) মঞ্চে মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। ২০১৯ বিশ্বকাপে ভারতকে বেশ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আফগানরা। কিন্তু ভারতের মাটিতে রোহিত শর্মাদের বিরুদ্ধে সেই একই কাজটা করতে ব্যর্থ আফগান বোলাররা। ২৭২ রান স্কোরবোর্ডে তুলেও খড়-কুটোর মত উড়ে গেলেন তারা রোহিত শর্মার সামনে। তবে রোহিত শর্মার অসাধারণ শতরান ছাড়াও এই ম্যাচে নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ালো নবীন উল হক (Naveen Ul Haq) এবং বিরাট কোহলির (Virat Kohli) সম্পর্কের সমীকরণ।
প্রথম ইনিংসে একদম শেষ দিকে নবীনকে ব্যাট হাতে মাঠে নামতে হয়েছিল। গোটা মাঠ তখন বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিচ্ছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছে ঘরের ছেলে। তার সঙ্গে কিছু মাস আগে বাক বিতন্ডায় জড়ানো ক্রিকেটারের বিরুদ্ধে যে গোটা স্টেডিয়াম রুখে দাঁড়াবে এমনটা তো প্রত্যাশিতই ছিল।
দুইবার মাঠে ফিল্ডার বিরাট কোহলির পরীক্ষা নেন নবীন। দুইবারই সেই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন কোহলি। দর্শকদের আওয়াজের জবাবে একটি চারও মেরেছিলেন এই আফগান ক্রিকেটার। কিন্তু আসলে লড়াই অপেক্ষা করছিল যখন বল হাতে নবীন এবং ব্যাট হাতে বিরাট একে অপরের মুখোমুখি হবেন।
আরও পড়ুন: সচিন, কোহলির ক্লাবে প্রবেশ করলেন রোহিত! বিশ্বক্রিকেটের শীর্ষে ৩ ভারতীয়
২০ তম ওভারে প্রথমবার সেই সুযোগ আসে যখন ৪৭ বলে ৪৭ রান করে ড্রেসিংরুমে ফিরে যান ঈশান। তারপরেই আফগান অধিনায়ক হযরত শাহিদী নবীনকে আক্রমণে নিয়ে আসেন। রোহিত শর্মার হাতে দু একটি বাউন্ডারি সহ্য করতে হলেও বিরাট কোহলিকে মারার জায়গা দেননি তিনি যতক্ষণ বোলিংয়ে ছিলেন। আফগান বোলারদের মধ্যে আজ সবচেয়ে কৃপণ বোলিংও করেছেন নবীন।
Virat Kohli upholding the sportsman spirit….he is requesting crowd to not to troll Naveen #INDvsAFG #viratkohli2027 #NaveenUlHaq #GautamGambhir #RohitSharma #Virat pic.twitter.com/d6C2eAFxLP
— I’m Chandu Chowdary (@Gopi_Chand24) October 11, 2023
কিন্তু আসল ঘটনা ঘটে যখন রোহিত শর্মা ১৩১ রান করে রশিদ খানের শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরছেন। ক্রমাগত নবীন উল হককে খোঁচাতে থাকা দিল্লির দর্শকদের হাত দেখিয়ে চুপ করতে বলেন বিরাট কোহলি। এই সময় নবীন ও তার দিকে এগিয়ে আসেন এবং দুই ক্রিকেটার নিজেদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নেন এবং একে অপরের পিঠ চাপড়ে দেন। এর আগে ২০১৯ সালেও ইংল্যান্ড বিশ্বকাপে স্টিভ স্মিথের উদ্দেশ্যে কটু কথা বলতে থাকা দর্শকদের চুপ করিয়েছিলেন বিরাট কোহলি। এবার নবীন উল হককে সেই একই ব্যবহার ফিরিয়ে দিলেন ভারতীয় মহাতারকা।