ভারতের ওপেনিং জুটিতে ঘটতে চলেছে আমূল পরিবর্তন, বিরাট কোহলির নতুন ছক ফাঁস

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আর মাত্র ৮ দিন, তারপরেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতা। টি-২০ বিশ্বকাপের খেতাব দ্বিতীয়বার নিজেদের নামে করার জন্য টিম ইন্ডিয়ার (Indian National Cricket Team) কাছে অনেক বড় সুযোগ রয়েছে। ভারতের কাছে দলের প্রতিটি জায়গার জন্য এমন এমন খেলোয়াড় রয়েছে, যারা বর্তমানে মারাত্মক ফর্মে রয়েছেন। এতদিন ধরে এটাই মেনে নেওয়া হয়েছিল যে, এবারের বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে কেএল রাহুল (KL Rahul) ওপেন করবেন। তবে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এখন অন্য পরিকল্পনায় রয়েছেন।

উল্লেখ্য, বিশ্বকাপের জন্য বাছাই হওয়ার পর থেকেই বিরাট কোহলি দলের যুব ক্রিকেটার ইশান কিশনকে (Ishan Kishan) বলেছিলেন যে, তাঁকে রোহিত শর্মার সঙ্গে ওপেনে নামতে হতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের যুব ক্রিকেটার ইশান কিশন বলেন, আমাকে দায়িত্ব দেওয়া হলে পিছু হটব না। ইশান বলেন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির থেকে প্রেরণা নেওয়ার পর সে ওপেনিংয়ে নেমে ব্যাট করতে নিজেকে স্বচ্ছন্দ মনে করছে।

বলে দিই, শুক্রবার আইপিএলের ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২৩৫ রানে নিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা পালন করেছিলেন ইশান কিশন। যদিও, হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় হাসিল করলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে আইপিএল থেকে ছিটকে যেতে হয়। এরপর থেকেই ইশানের এই আগুনে ফর্ম নিয়ে চারিদিকে চর্চা হচ্ছিল। আর এখন অধিনায়ক কোহলিও তাঁকে ওপেনে নামানোর প্রস্তুতি নিয়ে নিয়েছেন।

তবে শুধু ইশান কিশনই না, ওই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্য কুমার যাদবও ঝোড়ো ইনিংস খেলে বিপক্ষ দলগুলোর চিন্তা বাড়িয়ে দিয়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। আর তাঁর আগেই দুই প্লেয়ার এবং কেএল রাহুলের বিধ্বংসী ফর্ম বাবর আজমদের আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে।

X