ওর আগ্রাসন ভারতীয় দলের খেলার কায়দাই বদলে দিয়েছে, কোহলির প্রশংসা করে বললেন অরুণ লাল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে বিরাট কোহলির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। গত এক বছরের মধ্যে তিনি সকল ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়কত্ব হারিয়েছেন। ভারতের হয়ে শেষ সফরে ইংল্যান্ডের মাটিতে তার পারফরম্যান্স খুবই সাদামাটা। ঘনঘন বিশ্রাম নেওয়ার জন্য প্রাক্তন ক্রিকেটার এবং সমর্থকদের মধ্যে সমালোচিত হচ্ছেন তিনি। তাদের অভিযোগ নিজের ফ্রম ফিরে পাওয়ার জন্য যতটা মনোযোগ সহকারে অনুশীলন করা উচিত ততটা প্রচেষ্টা দেখা যাচ্ছে না কোহলির মধ্যে।

এইসবের মধ্যেই বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন বাংলার ক্রিকেট কোচ অরুণ লাল। টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে এক নতুন উচ্চতায় তুলে নেওয়ার জন্য কোহলির প্রশংসা করেছেন তিনি। লাল এর মতে বিরাট কোহলি ভারতীয় দলের মানসিকতায় সেই পরিবর্তন এনেছে যা ধোনি আনতে পারেননি। তার অধিনায়কত্বে বিশ্বের যেকোন প্রান্তে যেকোন দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করে ম্যাচ পার করে আনার ক্ষমতা জন্মেছে ভারতীয় দলের, এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

একটি সাক্ষাৎকার দেওয়ার সময় অরুণ দল বলেছেন, “একটা সময় টেস্ট ক্রিকেট মানেই দলগুলি আগে ভাবতো আগে ড্র নিশ্চিত করবো তারপর জয়ের জন্য ঝাঁপাবো। তো বিরাট কোহলি আসার পর থেকে সেই ধরণের পরিবর্তন হয়েছে। ও ড্রয়ের কথা চিন্তা করাই বন্ধ করে দিয়েছে এবং ওর দল যখনই মাঠে নেমেছে তখনই আগ্রাসী ক্রিকেট খেলে শুধুমাত্র জয়ের কথাই ভাবতো।”

pant record

কোহলির পাশাপাশি রিশভ পন্থেরও প্রশংসা করেছেন অরুণ লাল। তার মতে পাঞ্চ সাহসী ক্রিকেট খেলে এবং ঝুঁকি নিতে কোনও ভয় পায় না। পন্থের জন্যই ভারতীয় দল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করতে পেরেছে বলে তিনি মনে করেন। বিরাট কোহলির পরবর্তী সময়ে পণ্যের ওপর ভিত্তি করেই ভারতীয় দল আগ্রাসী ক্রিকেট খেলার ধারাকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা অরুণ লালের।

Reetabrata Deb

সম্পর্কিত খবর