বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার পুনেতে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে ভারতকে 5 উইকেটে পরাজিত করেছে ইংল্যান্ড। তবে ভারত ম্যাচ হারলেও ব্যাট হাতে রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। একই দিনে বিরাট কোহলির নামের পাশে যোগ হল দুটি কীর্তি। একদিনের ক্রিকেটে তিন নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে 10 হাজার রান পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের।
সেই সঙ্গে আরও একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 66 রান করে আউট হন কোহলি। এরই মধ্যে দিয়ে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে রানের বিচারে পঞ্চম স্থানে উঠে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে রিকি পন্টিংয়ের রান সংখ্যা 12662, আর এইদিন 64 রানের ইনিংস খেলার পর তিন নম্বরে বিরাট কোহলি রান সংখ্যা দাড়ালো 10046 রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে তিনি বিরাট কোহলি এবং রিকি পন্টিংয়ের থেকে অনেকটা পিছনে, উইলিয়ামসনের রান 5421।
গ্রেম স্মিথকে পিছনে ফেলে অধিনায়ক হিসেবে রানের বিচারে পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট কোহলি। স্মিথের রান ছিল 5416, গতকাল ম্যাচের পর অধিনায়ক হিসেবে বিরাট কোহলির রান দাড়ালো 5441। 8497 রান করে ওই তালিকাতেও শীর্ষে প্রাপ্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তালিকায় দ্বিতীয় স্থানে প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ধোনির রান 6641।