শুধু বিশ্বকাপ নয়, ফাইনাল শেষে কোহলির থেকে আরও একটি বিশেষ জিনিস নিয়ে নিলেন এই অজি ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপের (2023 ODI World Cup) সর্বোচ্চ রান সংগ্রাহক (৭৬৫) বিরাট কোহলি (Virat Kohli)। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি চার (৬৮) মেরেছেন সেই বিরাট কোহলি। টুর্নামেন্টে সবচেয়ে ভালো ব্যাটিং গড় (৯৫.৬২) যে ক্রিকেটারের, তিনিও হলেন সেই বিরাট কোহলি। কিন্তু এত ব্যক্তিগত রেকর্ড গড়েও গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), প্যাট কামিন্সদের (Pat Cummins) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ফাইনালে নেমে তাদের ষষ্ঠ বিশ্বকাপ জয় আটকাতে ব্যর্থ হলেন ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে বড় তারকা।

kohli mot no wc

আগামীকাল মাঠে নেমে ব্যাটিংটা বেশ ভালো ছন্দে আরম্ভ করেছিলেন ভারতীয় তারকা। শুরুতে বেশ কিছু দৃষ্টিনন্দন শটে বাউন্ডারিও কুড়িয়েছিলেন। তবে রোহিত শর্মা আউট হওয়ার পর নিজেকে খোলসের আড়ালে লুকিয়ে ফেলেছিলেন। যদিও রানের গতি কমলেও স্কোরবোর্ড যে থমকে গিয়েছিল, এমনটা নয়। সিঙ্গেলস, ডাবলস নিয়ে রান তুলে যাচ্ছিলেন কোহলি। কিন্তু দুর্ভাগ্যবশত প্যাট কামিন্সের বল তার ব্যাটের কানা ছুঁয়ে উইকেটে আছড়ে পড়তেই ইনিংস শেষ হয়ে যায় ৫৪ রানে।

ভারতীয় দলের পুরোপুরি ব্যাকফুটে চলে যাওয়ার শুরুটা হয় ওখান থেকেই। ২৪০ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি দল। মনে করা হয়েছিল যে কঠিন পিচে অস্ট্রেলিয়াও এই রান তুলতে গিয়ে সমস্যা পড়বে। কিন্তু মারাত্মক মাত্রায় না হলেও কিছু মাত্রায় শিশিরপাত বোলারদের কাজটা কঠিন না করে তুললেও পিচটাকে ব্যাটিংয়ের পক্ষে কিছুটা অনুকূল করে তুলেছিল দ্বিতীয় ইনিংসে। ফলে ট্র্যাভিস হেডের শতরান এবং মার্নাস লাবুশানের হাফসেঞ্চুরিতে ভর করে ৭ ওভার বাকি থাকতেই জয় পায় অস্ট্রেলিয়া।

2023 australia win

এরপর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া কোহলিকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন আইপিএলে তার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল। এই বিশ্বকাপে তার নামের পাশেও দুটি বিশ্বরেকর্ড আছে। বিশ্বকাপের মঞ্চে দ্রুততম শতরান (৪০ বলে) এবং রান তাড়া করতে নেমে ওডিআই ফরম্যাটে প্রথম দ্বিশতরান করা ক্রিকেটার হয়ে গিয়েছেন তিনি। কিন্তু এদিন দরদী বন্ধুর মতো কোহলির কাঁধে হাত রেখে তিনি সান্ত্বনা দেন।

আরও পড়ুন: IPL খেলার দরকার নেই! ১ লাখ দর্শককে চুপ করিয়ে কি রোহিতকে খোঁচা দিলেন অজি নেতা কামিন্স?

এরপর আরেকটি মন ছোঁয়া দৃশ্য দেখা যায় মাঠে। বিরাট কোহলির কাছ থেকে তার একটা জার্সি চেয়ে নেন ম্যাক্সওয়েল। মন খারাপ থাকলেও মুখে হাসি ফুটিয়ে তার মনের ইচ্ছে পূরণ করেন কোহলি। সমর্থকরা আশা করবেন দুই তারকা আগামী বছর একসাথে মাঠ কাঁপিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল জেতাতে পারবেন।

আরও পড়ুন: প্যালেস্তাইন মুক্ত হোক! খেলা দেখতে নয়, শুধু এই বার্তা দিতেই এসেছিলেন চীনের বাসিন্দা, বিরক্ত দর্শকরা

পরের বছরের আইপিএলটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই ক্রিকেটারের কাছেই। কারণ আগামী বছরর মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের মহড়া সেরে নেওয়ার জন্য আইপিএলটা একটা আদর্শ মঞ্চ হতে চলেছে এই ক্রিকেটারদের কাছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর