বর্ষশেষটা সুইজারল্যান্ডে কাটাচ্ছেন ‘বীরুষ্কা’ জুটি; লন্ডনে জাদেজা, দুবাইতে ধোনি-পন্থ।

ভারত অধিনায়ক বিরাট কোহলি খেলার মাঠে তিনি যেমন পারদর্শী খেলার বাইরে অর্থাৎ মাঠের বাইরেও তিনি সমান পারদর্শী। ভারত অধিনায়ক বিরাট কোহলি দেখা যায় সামান্য কয়েক দিনের ছুটি পেলেই তিনি বেরিয়ে পড়েন ভ্রমণে তার জীবনসঙ্গী অনুষ্কা শর্মা কে নিয়ে। প্রায়ই দেখা যায় দেশ-বিদেশে নানান জায়গা ঘুরে বেড়াচ্ছেন তিনি। ফের একবার এমন দৃশ্য দেখা গেল ফের একবার একসাথে ছুটির মেজাজে পাওয়া গেল বিরুষ্কা জুটিকে।

কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শেষ হয়েছে আর এরপর বছরের শুরুতেই রয়েছে শ্রীলংকার সাথে টি-টোয়েন্টি সিরিজ। এই দুই সিরিজেই ভারতীয় দল মাঠে নামবে বিরাট কোহলি নেতৃত্বে। দুই সিরিজের মাঝে ছুটি রয়েছে মাত্র কয়েকটা দিনের ছুটি। তবে এই কয়েকটা দিন কোনো ভাবেই নষ্ট করতে চান না ভারত অধিনায়ক বিরাট কোহলি। পুরনো বছরের শেষ এবং নতুন বছরের শুরু এমন কয়েকটা দিন নিজের মতো করে কাটাতে পত্নী অনুষ্কা শর্মা কে নিয়ে সুইজারল্যান্ড পাড়ি দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সুইজারল্যান্ডের বরফ ঢাকা পরিবেশে নিজেদের মতো করে ছুটি কাটাচ্ছেন এই সেলেব জুটি।

2332647343501279a113fc96cb03855f9c8a521fd

শুধুমাত্র ভারত অধিনায়ক বিরাট কোহলিই নয় সেই সঙ্গে বর্তমানে ছুটির মেজাজে রয়েছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে দেখা গিয়েছে ক্রিস্টমাসের রাতে দুবাইতে। প্রাপ্তন উইকেট রক্ষক ধোনির সঙ্গে দুবাইতে দেখা গিয়েছে তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থকেও।

Udayan Biswas

সম্পর্কিত খবর