বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল ম্যাচ জিতে দুর্দান্তভাবে আইপিএল ২০২৩-এ (IPL 2023) নিজেদের যাত্রা শুরু করেছে ফ্যাফ দু প্লেসিসের (Faf du Plessis) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। গতকাল রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে তারা জয় পেয়েছে ৮ উইকেটে। তিলক ভার্মার ৮৪-তে ভর করে ১৭১ রানের স্কোর তুলেছিল মুম্বাই। কিন্তু সেই টার্গেট একেবারেই যথেষ্ট ছিল না আরসিবিকে আটকানোর জন্য।
গতকাল আগ্রাসী ভঙ্গিতে ব্যাটিং শুরু করেছিলেন আরসিবি অধিনায়ক দু প্লেসিস। কিছুক্ষণ পরেই তার নীতিই অনুসরণ করেন বিরাট কোহলিও। যেভাবে বেহরেনডর্ফ, আর্চারদের বিরুদ্ধে ব্যাটিং করেছেন তিনি, তা মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের তারকা বোলার জোফ্রা আর্চারের বিরুদ্ধে ২৮ রান তুলেছেন তিনি। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের নির্দিষ্ট ম্যাচে জোফ্রা আর্চারের বিরুদ্ধে তোলা সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি।
এছাড়া কাল অর্ধশতরান করে আরও একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। মোট ৫০ বার তিনি আইপিএলে অর্ধশতরানের গন্ডি অতিক্রম করেছিলেন তিনি। এর মধ্যে রয়েছে ৪৫ টি অর্ধশতরান এবং পাঁচটি শতরান। আইপিএলে এমন রেকর্ড নেই অন্য কোনও ক্রিকেটারের।
বিরাট কোহলি গত কয়েক মাস ধরেই অসাধারণ ছন্দে রয়েছেন। টেস্ট, টি টোয়েন্টি এবং ওডিআই তিন ফরম্যাটে শতরান হাঁকানোর পর এবার আইপিএলও রানের দেখা পেয়েছেন তিনি। আইপিএলে গত মরশুমটা একেবারেই ভালো যায়নি বিরাটের। কিন্তু এবার প্রথম ম্যাচ থেকেই নিজের খারাপ রেকর্ড ভুলিয়ে দিতে বদ্ধপরিকর তিনি।
কাল তার সতীর্থরা বিরাটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কাল ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর দীনেশ কার্তিক কোহলির প্রশংসা করে বলেছেন, “পৃথিবীতে এমন ক্রিকেটার খুব বেশি নেই যারা আর্চারের বিরুদ্ধে স্টেপ আউট করে কভারের ওপর দিয়ে ছক্কা মারতে পারে। এটা শুধু বিরাট কোহলির পক্ষেই সম্ভব।”