বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ৪ঠা মার্চ টেস্ট কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি। এই বিশেষ দিনে তিনি ভারতীয় ক্রিকেটের ইতিহাসের ১২তম ক্রিকেটার হয়ে উঠলেন যিনি ১০০ বা তার বেশি টেস্ট খেলবেন। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া এই ম্যাচের আগে অবধি বিরাট ৫০-এর ওপরের গড়ে ৭৯৬২ রান করেছেন। বিরাট কোহলি ৭ বছর ভারতীয় টেস্ট দলের নেতৃত্বও দিয়েছেন। তিনি ক্রিকেটের সব ফরম্যাটে ৫০-এর বেশি গড়ে রান করেছেন। আজ নিজের স্ত্রী অনুষ্কা শর্মা-কে পাশে নিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে তিনি শততম টেস্ট উপলক্ষ্যে একটি বিশেষ স্মারক নিয়ে তারপর রোহিত শর্মা এবং ময়ঙ্ক আগরওয়াল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছেন। আজকের এই বিশেষ দিনে এই প্রতিবেদনে তুলে ধরা হলো ক্রিকেটের জগতে তার ১০ টি উল্লেখযোগ্য কীর্তি:
১. বিরাট কোহলিই হলেন এখনও অবধি বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি ক্রিকেটের তিনটি ফরম্যাটে ৫০-এর বেশি রান করে গেছেন। ৪৫৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর, টেস্টে বিরাট কোহলির গড় ৫০.৩৯, ওয়ানডেতে ৫৮.০৭ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৫১.৫০।
২. বিরাট কোহলি ভারতের একমাত্র ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ৭টি দ্বিশতরান করেছেন। তিনি তার পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেছেন যে এমনিতে তিনি আগ্রাসী ব্যাটার হয়েও প্রয়োজনে দীর্ঘ সময় ধরে ব্যাট করেও বড় রান করতে পারেন।
৩. টেস্ট অধিনায়ক হিসেবে ভারতের এক নম্বর এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি শতরান করেছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে তিনি ২০ টি টেস্ট সেঞ্চুরি করেছেন। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির নিরীখে তার থেকে শুধুমাত্র অধিনায়ক রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রেম স্মিথ। অধিনায়ক হিসেবে ২৫টি শতরান করেছেন স্মিথ।
৪. বর্তমান প্রজন্ম ভারতের হয়ে টেস্ট খেলছেন এমন কোনো খেলোয়াড়ই ২৭টি টেস্ট শতরান করতে পারেননি। গোটা বিশ্বের সক্রিয় ক্রিকেটারদের মধ্যেও একমাত্র স্টিভ স্মিথই তার সমান।
৫. বিরাট কোহলি বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার যিনি টেস্ট অধিনায়কত্বের অভিষেকের দুই ইনিংসেই শতরান করেছেন। তার আগে এই রেকর্ড শুধুমাত্র অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গ্রেগ চ্যাপেলের সমান। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফর চলাকালীন ধোনি চোটের কারণে দল থেকে বাদ পড়ার পরে অ্যাডিলেড টেস্টে ভারতের অধিনায়কত্ব করার সময় তিনি ম্যাচের উভয় ইনিংসেই শতরান করেছিলেন। কোহলি প্রথম ইনিংসে ১১৫ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৪১ রান করেন।
৬. ভারতের সেরা টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। এই ক্ষেত্রে তিনি পিছনে ফেলেছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনিকে। বিরাট ৬৮ টি টেস্ট ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছেন, যার মধ্যে তিনি ৪০ টি ম্যাচ জিততে সক্ষম হয়েছেন।
৭. বিরাট কোহলি প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি দু বার এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান করেছেন। ২০১৭ সালে, বিরাট তিনটি ফরম্যাট মিলিয়েই ২৮১৮ রান করেছিলেন। তার এক বছর আগে ২০১৬ সালেও তিনি ২৫৯৫ রান করতে সফল হন।
৮. বিরাট কোহলি বিশ্বের প্রথম অধিনায়ক যিনি অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ১৫০-এর বেশি স্কোর করেছেন। অধিনায়ক থাকাকালীন ৯ বার এই মাইলফলক অতিক্রম করেছেন।
৯. বিরাট কোহলি হলেন প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই এক নম্বর র্যাঙ্কিংয়ে এসেছেন। অক্টোবর ২০১৩ তে, তিনি প্রথমবারের মতো ওডিআইয়ের শীর্ষস্থানে পৌঁছেছিলেন। দুই বছর পর, তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান হন। ২০১৮ সালে, তিনি স্টিভ স্মিথের একাধিপত্যের অবসান ঘটিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম স্থান অর্জন করেন।
১০. বিরাট কোহলিই বিশ্বের একমাত্র খেলোয়াড় যিনি দুই দলের বিরুদ্ধে টানা ৩টি সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছেন তিনি।