ক্রিকেট থেকে দূরে সরে আপাতত পরিবারের সাথে ছুটি কাটানোই লক্ষ্য বিরাট কোহলির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) আজ ফের মাঠে নামতে দেখা যাবে। ইংল্যান্ড (England Cricket Team) বনাম ভারত (Team India) ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ খেলতে আজ ম্যানচেস্টারের (Manchester) ওল্ড ট্র‍্যাফোর্ডে নামবে ভারতীয় দল। তারপর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরে অংশ নিচ্ছেন না তারকা ক্রিকেটার। সেই সময়টা পরিবারকে নিয়ে ইংল্যান্ডের মাটিতেই ছুটি কাটাবেন তিনি। তারপরে একেবারে এশিয়া কাপের (Asia Cup 2022) প্রস্তুতি শুরু করবেন তিনি।

<span;>সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী এই ম্যাচটির শেষে নিজের মা এবং মেয়ের সাথে যোগ দেবেন বিরাট। গোটা পরিবারকে নিয়ে এবার ছুটি উপভোগ করবেন প্রাক্তন ভারত অধিনায়ক। মাঝে চোটের জন্য প্রথম একদিনের ম্যাচের অংশ হতে পারেননি তিনি। এশিয়া কাপের জন্য প্রস্তুতি শুরু করার আগে দু সপ্তাহ মতন সময় নিচ্ছেন বিরাট। ১লা আগস্ট থেকেই সম্ভবত এশিয়া কাপের প্রস্তুতি শুরু করবেন তিনি।

<span;>সকলে আশা করেছিলেন যে বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্বমহিমায় ফিরবেন। কিন্তু সেটা হয়নি। প্রথমে এজবাস্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন। তারপর দুটি টি টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ১ এবং ১১ রানের স্কোরে আউট হন তিনি। তারপর কুঁচকিতে চোটের জন্য প্রথম একদিনের ম্যাচে নামতে পারেননি। দ্বিতীয় একদিনের ম্যাচে দলে ফিরে ১৬ রানে আউট হন তিনি।

<span;>এরই মধ্যে আজ রোহিত শর্মার দল নির্ণায়ক ওডিআই খেলার জন্য মাঠে নামতে প্রস্তুত। দলে পরিবর্তনের আশঙ্কা নেই বললেই চলে। ২০১৮ এবং ২০২১ সালের ভারত বনাম ইংল্যান্ড ওডিআই সিরিজগুলির মতো এবারও শেষ ম্যাচে গিয়ে সিরিজের নিষ্পত্তি হতে চলেছে। প্রথম ম্যাচে ভারত ১০ উইকেট জয় পায়। দ্বিতীয় ওডিআইতে ভারতকে ১০০ রানে হার মানতে হয়। ওল্ড ট্রাফোর্ডে শেষ হাসি কে হাসবে তা দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

Reetabrata Deb

সম্পর্কিত খবর