ধোনির মেন্টর বানানোর লাভ গোনাল সহবাগ, বললেন কীভাবে টি২০ বিশ্বকাপে সঙ্কটমোচক হবে মাহি

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) মতে ধোনিকে (MS Dhoni) ভারতীয় দলের মেন্টর বানানোর ফলে টিমের অনেক লাভ হবে। সহবাগ বলেন, ধোনি হোয়াইট বল ক্রিকেটে প্রথম থেকেই বোলারদের অধিনায়ক ছিলেন। আর এই কারণে উনি দলের পাশে থাকলে বুমরাহ এবং অন্য বোলাররা অনেক সুবিধা পাবে।

সহবাগ বলেন, আমি খুব খুশি যে মহেন্দ্র সিং ধোনি টি২০ বিশ্বকাপে দলের মেন্টর হওয়ার প্রস্তাব স্বীকার করে নিয়েছেন। আমি জানি যে, অনেকেই এটা চাইতেন ধোনি আবারও ভারতীয় দলে ফিরে এসে মেন্টর হিসবে দলের নেতৃত্ব দিক।

এক দশক ধরে ধোনির সঙ্গে খেলা সহবাগ জানেন যে, অধিনায়ক হিসেবে দলের শক্তি হয়ে আগাগোড়াই দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ধোনি। আর উনি লিমিটেড ওভার ক্রিকেটে দলের বোলারদের যেমন বোঝেন, তেমনই পরিস্থিতি হিসেবে তাঁদের কাজেও লাগান।

সহবাগ বলেন, ধোনি এমন ধরণের খেলোয়াড় যার কাছে সহজেই পৌঁছে যাওয়া যায় আর যুব খেলোয়াড়ের জন্য সবথেকে বড় সঙ্কটমোচক।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর