বাংলাহান্ট ডেস্ক : বর্ষার মৌসুমে অধিকাংশ জঙ্গলই বন্ধ থাকে। অন্যদিকে অতি বৃষ্টির ফলে পাহাড়েও পর্যটকরা ঘুরতে যেতে পারছেন না। তাই ছুটি কাটাতে অনেকেরই ভরসা এখন সমুদ্র সৈকত। কিন্তু কলকাতার খুব কাছেই রয়েছে এমন এক জায়গা যা আপনাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা দেবে।
কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার জার্নিতে আপনারা পৌঁছে যাবেন এই জায়গায়। সুন্দর এই জায়গাটি অবস্থিত বর্ধমান জেলার দামোদর নদীর পাড়ে। এই জায়গাটির কথা অনেকেই জানেন না। এই জায়গাটির নাম মানা ফরেস্ট (Mana Forest)। উত্তরবঙ্গের মানা বাড়ির সাথে অনেকেই এই জায়গাকে গুলিয়ে ফেলেন।
তবে দক্ষিণবঙ্গের এই অরণ্য অঞ্চলটি ঘুরতে যাওয়ার জন্য এক আদর্শ স্থান। বর্ষায় দামোদর নদীর জল স্ফীত হয়ে ওঠে। দামোদর নদীর গা ঘেঁষে গড়ে উঠেছে অরণ্য। কিন্তু এই বছর দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় সেই ভাবে দামোদর নদীর জল বাড়েনি। দামোদর নদীর তীরে এই জায়গাটি সবুজে ভরপুর।
এই ফরেস্টে ঘুরতে এলে একদিকে যেমন পাওয়া যাবে জঙ্গলের মজা, অন্যদিকে দামোদরের চরে কাটিয়ে দেওয়া যাবে বেশ কিছুটা সময়। শীতকালে এই জায়গায় অনেকেই আসেন পিকনিক করতে। জঙ্গলের মধ্যে দিয়ে রয়েছে নদীতে যাওয়ার রাস্তা। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের কাছেও এই জায়গাটি উপযুক্ত।
একদিনের জন্য পিকনিক করতে যেতে পারেন এই জায়গায়। তবে এখানে আশেপাশে বিশেষ কোনও খাবার দোকান নেই। তাই বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যাওয়াই শ্রেয়। শান্ত পরিবেশের সাথে ঠান্ডা প্রকৃতি, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেবে মানা ফরেস্ট। সব মিলিয়ে আপনি যে মুগ্ধ হবেন তা বলাই বাহুল্য।