এত্ত কমে বিদেশ ভ্রমণ! এই দেশগুলোয় ১ টাকাতেই মিলবে বহু সুবিধা, নিজেকে মনে হবে কোটিপতি

বাংলাহান্ট ডেস্ক : কর্মব্যস্তময় জীবনের ফাঁকে কয়েক দিনের ছুটি নিয়ে আমরা ঘুরতে যেতে সবাই পছন্দ করি। আমাদের অনেকেরই ইচ্ছা রয়েছে বিদেশ ভ্রমণের (Foreign Tour)। কিন্তু বিদেশে ঘুরতে যাওয়ার ঝামেলা অনেক। দরকার হয় পাসপোর্ট – ভিসার।

এছাড়া খরচ তো রয়েছেই। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি দেশ আছে যেখানে গেলে আপনি নিজেকে অত্যন্ত ধনী মনে করতে পারেন। আজকের প্রতিবেদনে এমনই কয়েকটি দেশ সম্পর্কে আজ আমরা আলোচনা করব, যেখানে গেলে আপনি নিজেকে আম্বানি বা আদানি মনে করতেই পারেন।

শ্রীলঙ্কা: ভারতের দক্ষিণে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলংকা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশে অনেক কিছুই রয়েছে যা আপনার মনকে আন্দোলিত করবে। এখানে ভারতীয় এক টাকার পরিবর্তে পাওয়া যায় ৩.৮ শ্রীলংকান রুপি।

ইন্দোনেশিয়া: এশিয়া মহাদেশের অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেশ ইন্দোনেশিয়া। স্বচ্ছ সমুদ্র, সবুজে ভরপুর প্রকৃতি চিরকাল পর্যটকদের আকর্ষণ করে এসেছে। অনেক ভারতীয় হানিমুনের জন্য বেছে নেন ইন্দোনেশিয়াকে। ভারতীয় ১ টাকার মূল্য ১৮৩.২৬ ইন্দোনেশিয়ান রুপির সমান এ দেশে।

ভিয়েতনাম: ধীরে ধীরে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি দেশ হয়ে উঠছে ভিয়েতনাম। এখানে ভারতীয় এক টাকার মূল্য ২৮৭.৬৮ ভিয়েতনামি ডং।

নেপাল: ভারতের অন্যতম একটি মিত্র প্রতিবেশী দেশ নেপাল। নেপালে যাওয়ার জন্য ভারতীয়দের ভিসা লাগেনা। ভারতীয় এক টাকা এখানে ১.৬ নেপালি রুপির সমান।

জাপান: দেশটার নাম শুনে অবাক হয়ে যাচ্ছেন তো? আপনাদের বলে রাখি জাপানি মুদ্রার থেকে ভারতীয় মুদ্রার দাম বেশি। অত্যন্ত উন্নত ও সুন্দর এই দেশে এক ভারতীয় রুপির মূল্য ১.৬৯ জাপানি ইয়েনের সমান।

srilanka

কম্বোডিয়া: এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য চিরকাল পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। এই দেশে ভারতীয় ১ টাকার মূল্য ৫০.১১ কম্বোডিয়ান রিয়াল।

হাঙ্গেরি: ইউরোপে অবস্থিত এই দেশটিতে রয়েছে ঐতিহাসিক কিছু স্থাপত্য। এখানে ভারতীয় এক টাকা ৪.১৭ হাঙ্গেরিয়ান ফোরিনের সমান।

দক্ষিণ কোরিয়া: প্রযুক্তিগত দিক থেকে বিশ্বের অন্যতম এগিয়ে থাকা দেশ দক্ষিণ কোরিয়া। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই দেশের মুদ্রার মূল্য ভারতীয় মুদ্রার থেকে কম। দক্ষিণ কোরিয়ায় ভারতীয় ১ টাকার মূল্য ১৫.৬৮ দক্ষিণ কোরিয়ান ওন।

কোস্টা রিকা: মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট এই দেশে আপনি নিজেকে ধনী মনে করতে পারেন। ভারতীয় ১ টাকার ৬.৬৫ কোস্টারিকান কোলনের সমান মূল্য এই দেশে।

প্যারাগুয়ে: লাতিন আমেরিকার এই দেশটি ফুটবলের জন্য অত্যন্ত জনপ্রিয়। তবে আপনারা এই দেশে অত্যন্ত কম খরচায় ঘুরে বেড়াতে পারবেন। ভারতীয় এক টাকা এই দেশে ৮৮.২৮ টাকার সমান।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর