বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন আলোচনার সবথেকে বড় বিষয় ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। দীর্ঘ পাঁচ বছর ধরে শুটিং করার পর অবশেষে শুক্রবার মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই ছবি। রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম অনস্ক্রিন পারফরম্যান্স দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন অনেকেই। কিন্তু প্রথম দিনেই নাকি বিরাট ক্ষতির মুখে পড়েছে দুই বড় থিয়েটার চেইন। ফাঁস করে দিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)।
একটি প্রতিবেদন শেয়ার করেছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। সেখানে দাবি করা হয়েছে, প্রায় ৪১০ কোটি টাকা বাজেটের ব্রহ্মাস্ত্র তেমন ভাল প্রতিক্রিয়া পায়নি দর্শকদের তরফে। এর জন্য দুই বড় থিয়েটার চেইন পিভিআর এবং আইনক্স মোট ৮০০ কোটির টাকার ক্ষতির মুখে পড়েছে।
প্রতিবেদনটি শেয়ার করে বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, ‘সমস্যাটা হচ্ছে বলিউডে সবকিছুই ভাঁওতার উপরে চলে। আর কেউ কোনো উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করে না। চিত্রনাট্য গবেষণা ও উন্নতির কাজে যে ইন্ডাস্ট্রি ০ শতাংশ আর তারকাদের পেছনে ৭০-৮০ শতাংশ খরচ করে সেই ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না।’
এর আগেও ব্রহ্মাস্ত্র নির্মাতাদের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়েছেন বিবেক। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ছবির নাম ব্রহ্মাস্ত্র দিয়েই নানান অস্ত্রের কথা বলে চলেছেন অয়ন মুখার্জি, রণবীর কাপুর, আলিয়া ভাট। অথচ না তাঁরা ব্রহ্মাস্ত্রর অর্থ জানেন আর না উচ্চারণ করতে পারবেন। বিবেক বলেন, ‘ব্রহ্মাস্ত্র’ শব্দটাই সঠিক ভাবে উচ্চারণ করতে পারেন না অয়ন। তবে তাঁর পরিচালনার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেননি বিবেক।
ওয়েক আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির মতো ছবির জন্য অয়নকে সাধুবাদ জানিয়েছেন তিনি। তবে ব্রহ্মাস্ত্রকে যে বিবেক খুব একটা নেকনজরে দেখছেন না তা স্পষ্ট। অয়নের জন্য নিজের সন্তানের মতোই চিন্তিত তিনি। ছবির প্রযোজক করন জোহরকেও একহাত নিয়েছেন বিবেক। তাঁর অভিযোগ, করন আসলে একজন ভণ্ড। মুখে সমকামিতার প্রচার করেন, এদিকে নিজের ছবিতে সমকামীদের নিয়ে কৌতুক করেন।