বাংলাহান্ট ডেস্ক : বহু বিতর্কের পর মুক্তি পেয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিতর্ক সত্ত্বেও ভালো সাড়া ফেলেছিল দর্শক মহলে। বক্স অফিসে ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও নজর কেড়েছিল ছবিটি। বছর কয়েক পর এবার বেঙ্গল ফাইলস (The Bengal Files) নিয়ে এসেছেন তিনি। তবে এই ছবিটি করতে গিয়ে নাকি কার্যত দেউলিয়া হওয়ার জোগাড় হয়েছে পরিচালকের।
ছবি (The Bengal Files) বানাতে গিয়ে আর্থিক সমস্যার মুখে বিবেক?
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আর্থিক অবস্থা নিয়ে মুখ খোলেন বিবেক। সেখানেই তিনি জানান, আগের ছবির উপার্জনের সমস্ত টাকা নাকি বেঙ্গল ফাইলসের (The Bengal Files) প্রযোজনার জন্য খরচ করে ফেলেছেন তিনি। এমনকি অতিরিক্ত অর্থের প্রয়োজন হওয়ায় ধার পর্যন্ত করতে হয়েছে তাঁকে!
কী জানালেন পরিচালক: বিবেক জানান, এই মুহূর্তে তাঁর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হল টাকা। তাঁদের ছবিতে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ ভরসা করে না। তিনি আরও জানান, দ্য কাশ্মীর ফাইলস থেকে যা উপার্জন হয়েছে সবটাই দ্য বেঙ্গল ফাইলসের (The Bengal Files) জন্য খরচ করে ফেলেছেন তিনি। এরপর কী হবে তা তিনি জানেন না। ১০০ কোটির সিনেমা তৈরির স্বপ্ন থাকলেও হাতে খুব সামান্য টাকা থাকে। তাই প্রতিটি পয়সারই হিসাব রাখতে হয়। এমনকি দিল্লিতে ছবির প্রচার করতে গিয়েই টাকা ধার করতে হয়েছে বলে জানান বিবেক।
এখনও চলছে লড়াই: পরিচালক আরও বলেন, যেদিন থেকে সিনেমা নিয়ে তিনি প্রকাশ্যে সত্যি বলতে শুরু করেছেন সেদিন থেকেই শুরু হয়েছে লড়াই। বুদ্ধ ইন আ ট্রাফিক জ্যাম থেকে শুরু করে তাসখন্দ ফাইলস, দ্য কাশ্মীর ফাইলস সব ছবিতেই তিনি আর্থিক সমস্যায় পড়েছেন বলে জানান। এখনও লড়ে যেতে হচ্ছে তাঁকে।
আরও পড়ুন : পাঁচ দশকে জন্ম-মৃত্যুহারে অস্বাভাবিক পরিবর্তন! দেশের জনসংখ্যা নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
বেঙ্গল ফাইলস এর কি পরবর্তী অধ্যায় আসবে? বিবেক স্পষ্ট জানান, সবটাই নির্ভর করছে বেঙ্গল ফাইলস (The Bengal Files) থেকে কেমন আয় হবে তার উপর। এই ছবি থেকে কিছুটা আয় হলে তা তিনি পরের ছবিতে বিনিয়োগ করবেন বলে জানান পরিচালক। তিনি আরও বলেন, দ্য কাশ্মীর ফাইলস বানাতে বাজেট ছিল ১৫ কোটি টাকা। সেখান থেকে উপার্জন হয়েছিল ৩০ কোটি টাকা। সেই টাকাটাই লেগে গিয়েছে দ্য বেঙ্গল ফাইলসে (The Bengal Files)। এছাড়া আরও টাকা ধার করেছেন তিনি, তা শোধ করতে পারেননি এখনও, জানান বিবেক।