বাংলাহান্ট ডেস্ক: তামিল (tamil) অভিনেত্রী ভি জে চিত্রার (vj chitra) আত্মহত্যা নিয়ে তোলপাড় হয়েছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। গত ৯ ডিসেম্বর সকালে এক ফাইভ স্টার হোটেল থেকে উদ্ধার করা হয় তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ভি জে চিত্রার ঝুলন্ত দেহ। এবার অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন তাঁর হবু স্বামী হেমন্ত রাও।
হেমন্ত পেশায় ব্যবসায়ী। তাঁর সঙ্গে বাগদানও সম্পন্ন হয়ে গিয়েছিল চিত্রার। কিছুদিন পরেই ড়িয়ের পিঁড়িতে বসতে চলেছিলেন তাঁরা। এমতাবস্থায় চিত্রার আত্মহত্যা হতবাক করে দিয়েছিল সকলকে। এরই মাঝে চাঞ্চল্যকর দাবি করেন প্রয়াত অভিনেত্রীর মা। তাঁর অভিযোগ চিত্রাকে পিটিয়ে খুন করেছেন হেমন্ত।
জানা গিয়েছে, অভিনয়ের খাতিরে পর্দায় চিত্রার ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন হবু স্বামী হেমন্ত। এই নিয়ে নাকি চিত্রার সঙ্গে বিবাদও হয় তাঁর। পুলিস সূত্রে খবর, চিত্রার মৃত্যুর দিন তাঁকে ধাক্কাও মেরেছিলেন হেমন্ত। তাঁর উপস্থিতিতেই হোটেলের ঘর থেকে উদ্ধার করা হয় চিত্রার ঝুলন্ত দেহ।
জানা গিয়েছে, চিত্রার মৃত্যুর পর থেকেই পুলিসি জেরার মুখে পড়েন হেমন্ত রাও। কয়েক দিন টানা জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। এছাড়াও চিত্রার কয়েকজন বন্ধু বান্ধব ও সহ অভিনেতাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।
প্রসঙ্গত, বছর ২৮ এর ভি জে চিত্রা বেশ পরিচিত মুখ ছিলেন তামিল ইন্ডাস্ট্রিতে। ছোটপর্দায় সঞ্চালনার কাজও করেছেন তিনি। জানা গিয়েছে, বুধবার দিনই ভোর রাতে নিজের শুটিং সেরে ওই হোটেলে ফিরে আসেন অভিনেত্রী। এরপরেই সকালে হোটেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।
টেলিভিশনে চিত্রার প্রথম অভিনয় ‘সত্তম শোলভাথু এন্না’তে। এরপরে বেশ কিছুদিন ভিডিও জকি রূপেও কাজ করেছেন তিনি। এই মুহূর্তে সিরিয়াল ‘পান্ডিয়ান স্টোর্স’এ অভিনয় করছিলেন তিনি।