বাংলা হান্ট নিউজ ডেস্ক: লাইভ ক্রিকেট ম্যাচ চলাকালীন সবচেয়ে উদ্ভট ঘটনা ঘটলো সম্প্রতি ইংল্যান্ডে। আজ অবধি নানান কারণে আম্পায়ারকে ক্রিকেট ম্যাচ স্থগিত করতে হয়েছে। আলোর অভাব, বৃষ্টি, সাইটস্ক্রীনের জন্য ব্যাটারের বল দেখতে সমস্যা ইত্যাদি নানাবিধ উদাহরণ রয়েছে। কিন্তু ম্যাচ চলাকালীন স্কুটার চালিয়ে মাঠে ঢুকে পড়েছেন একজন সমর্থক এমন ঘটনা কোনওদিন কেউ দেখেছে কি?
সম্প্রতি এমনই এক ঘটনা প্রত্যক্ষ করলো গোটা ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী “বার্মি আর্মি”-র শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে ক্লাব ক্রিকেটের একটি ম্যাচ চলাকালীন একজন ভক্ত স্কুটার চালিয়ে সোজা উঠে আসেন পিচের ওপরে। এই ঘটনার জন্য কিছুক্ষণ স্থগিত রাখতে হয় ম্যাচ। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের বিভ্রান্ত করে তোলে এই ঘটনা।
The youth of today pic.twitter.com/p4BVxDPzMD
— Heather Knight’s Barmy Army (@TheBarmyArmy) May 9, 2022
ভিডিওটি ৯ই মে সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কিন্তু ঘটনাটি ঘটেছিল ৩০শে এপ্রিল ঘটেছে। সোটন ইউনিভার্সিটি ক্রিকেটের টুইটার একাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল ঘটনার ছবি। পরে গোটা ঘটনার ভিডিওটিও সামনে আসে। তবে প্রকাশ্যে আসা ভিডিওটি টিকটিক অ্যাপের সাহায্যে কিছুটা এডিট করা হয়েছে।
কিছু বছর আগে রঞ্জি ট্রফির মাঠেও এমন ঘটনা দেখেছিল ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। ২০১৭ সালে দিল্লির পালাম এয়ারফোর্ড গ্রাউন্ডে আয়োজিত দিল্লি এবং উত্তর প্রদেশের মধ্যে একটি রঞ্জি ট্রফি ম্যাচ থামানোর জন্য একজন ব্যক্তি মাঠের মাঝখানে তার গাড়িতে চড়ে উপস্থিত হয়েছিলেন। সেই ম্যাচটিতে খেলেছিলেন ভারতের জাতীয় দলের তিন বিখ্যাত তারকা গৌতম গম্ভীর, সুরেশ রায়না এবং ইশান্ত শর্মা। সেবারও ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল এবং পিচের কোনও ক্ষতি হয়েছে কিনা তা পরীক্ষা করে ম্যাচ পুনরায় শুরু করা হয়।