পড়ে যাওয়া যাত্রীকে রক্ষা করতে ১ কিমি উল্টো দিকে চললো ট্রেন, দেখুন ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ

পড়ে যাওয়া যাত্রীকে নিয়ে আসতে ১ কিলোমিটার পিছনে ছুটল ট্রেন

 

এই বিরল ঘটনা ঘটেছে ভারতীয় রেলেই। মানবতার খাতিরে এমনই কাজ করলেন সেন্ট্রাল রেলওয়ের কর্মীরা। এই ঘটনায় কর্মীদের প্রসংশা করেছে মধ্য রেল।  কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরাও।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের জলগাঁও জেলায় দেবলালী-ভূসাভাল যাত্রীবাহী ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। পাইলটের নজরে যতক্ষন ঘটনাটি আসে ততক্ষন ট্রেনটি এগিয়ে গেছে এক কিলোমিটার। সেই যাত্রীকেই উদ্ধার করতেই চালক ট্রেনটি এক কিলোমিটার পিছিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

64587 railway project pti

ঐ আহত যাত্রীকে উদ্ধার করে আহত ব্যক্তিকে তুলে নিয়ে তাকে রেলওয়ে পুলিশের কাছে সমর্পন করেন ঐ ট্রেনের লোকো পাইলট। জানা যাচ্ছে সঠিক সময় তাকে তুলে আনার জন্য ঐ আহত ব্যক্তি প্রানে রক্ষা পেয়েছেন। তিনি আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বলেই খবর।

রেল কর্মীদের মানবতার এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকাল 9.30 টার দিকে রাহুল পাতিল নামে এক যাত্রী জলগাঁওয়ের নিকটবর্তী পার্ধন্দে এবং মাহেজি রেলস্টেশনগুলির মধ্যে ট্রেন থেকে পড়েছিলেন। এই ঘটনাটি ঘটেছিল যখন ট্রেনটি মহেজির কাছে পৌঁছাচ্ছিল। তার  বন্ধুরা সঙ্গে সঙ্গে অ্যালার্ম চেইনটি টানল।

আহত রাহুলকে উদ্ধার করতে ট্রেন গার্ড আরবি পরাদেহ এবং লোকো পাইলট এ কে পান্ডে জলগাঁওয়ের সরকারী রেলওয়ে পুলিশে হস্তান্তর  করা হয়, সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সময়মতো চিকিত্সা করে রাহুলের জীবন রক্ষা পায়।


সম্পর্কিত খবর