বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ শেষ হয়ে নতুন বছরে পা। গত বছরের শেষে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির অপেক্ষায় ছিলেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তবে কোনো খুশির খবর দেয়নি সরকার। এ রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির (DA Hike) কোনো ঘোষণাই করেনি রাজ্য সরকার। এবার জানুয়ারি মাসেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেখানে কি রায় মেলে সেটাই দেখার। তবে এরই মধ্যে এবার রাজ্য সরকার সরকারি কর্মীদের (Government Employees) DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করল। বছরের প্রথম দিনই হয়ে গেল বড়সড় ঘোষণা।
জানিয়ে রাখি, নতুন বছরেই ভালো খবর পেয়েছেন মণিপুরের সরকারী কর্মীরা। ২০২৪ এর শেষের দিন রাজ্য সরকার তরফে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা করা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নির্দেশে রাজ্যের এক লাখেরও বেশি কর্মচারীর মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল।
৩ বা চার নয়, একধাক্কায় ৭ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধির ঘোষণা করা হয়েছে মণিপুরের এই সরকারী কর্মীদের জন্য। বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে ১ জানুয়ারী, ২০২৫ থেকে। উল্লেখ্য, আগে এই সরকারী কর্মীরা ৩২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন। এবারে এক লাফে ৭ শতাংশ বৃদ্ধি পাওয়ায় তা বেড়ে হল ৩৯ শতাংশ।
আরও পড়ুন: কোনো ছুটিই নেই! জানুয়ারিতে কবে কবে জলে গেল রাজ্য সরকারি কর্মীদের হলিডে? এল তালিকা
এদিকে এই সময়ে দাঁড়িয়ে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে ডিএ বেড়ে ৫৬ শতাংশ হতে পারে চলতি মাসেই। আপাতত অপেক্ষায় দিন গুনছেন সকলে। এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ‘মাত্র’ ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে সন্তুষ্ট নয় তারা। তাই এখনও একটানা আন্দোলন চলছে বাংলার সরকারি কর্মীদের।
আরও পড়ুন: ‘আই হেট হিন্দু কমিউনালিজম, আই হেট…’ হঠাৎ বিস্ফোরক ফিরহাদ হাকিম
দীর্ঘ সময় থেকে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবি তুলে আসছেন বাংলার সরকারি কর্মীরা। যদিও সরকার তাদের দাবিতে মান্যতা দেয়নি। বর্তমানে হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে জল গড়িয়েছে ডিএ মামলার। এই সাত তারিখে রয়েছে সেই মামলার সুপ্রিম শুনানি। এবার সর্বোচ্চ আদালত কী রায় দেয় সেই দিকে চেয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।