ক্ষমতায় আসলে আন্দোলনকারীদের জন্য আমরা পেনশন ব্যবস্থা করব, মন্তব্য এসপি নেতার

বাংলা হান্ট ডেস্কঃ  সংবিধানের জন্য লড়াই করছেন যাঁরা, তাঁদের জন্য পেনশন ব্যবস্থা করা হবে। ক্ষমতায় আসলেই সে প্রতিশ্রুতি রাখবে দল, বললেন সমাজবাদী পার্টির নেতা রামগোবিন্দ চৌধুরি। সম্প্রতি দেশে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ-আন্দোলন করছে, তাঁরা আসলে ভারতীয় সংবিধান বাঁচাতে লড়াই করছে। উত্তপ প্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় আসলে তাঁদেরকে পেনশন দেওয়া হবে। প্রকাশ্যে এমন মন্তব্য করে রাজনৈতিক মহলে দারুণ আলোড়ন ফেললেন সপা নেতা রামগোবন্দ চৌধুরি।

ram 1

রামগোবিন্দ জানিয়েছেন, তাঁদের সপা দল যদি উত্তর প্রদেশে এবং সেই সঙ্গে কেন্দ্রে ক্ষমতায় আসতে পারে তবে  সিএএ-র বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের জন্য পেনশন ব্যবস্থা করা হবে।  বিক্ষোভ করতে গিয়ে যাঁরা নিহত হচ্ছেন , তাঁদের পরিবারের জন্য মিলবে ক্ষতিপূরণ, কেউ জেলবন্দী হলে তাদের জন্যও থাকবে ক্ষতিপূরণ।কারণ সংবিধানকে বাঁচাতে লড়াই করছেন যাঁরা, তাঁদের এটি প্রাপ্য, এমনটাই বক্তব্য রামগোবিন্দের। রামগোবিন্দ আরও বলেছেন, আসয় সমস্যা থেকে দেশবাসীর নজর সরাতে চেষ্টা করছে মোদি সরকার। কিন্তু তা হওয়ার নয়।

এই প্রসঙ্গে বিজেপি পাল্টা বলেছে, দাঙ্গাবাজ ও সমাজবিরোধীদের সম্মান জানানোর অভ্যাস রয়েছে সমাজবাদী পার্টির জিনে। তারই প্রতিফলন হয়েছে ওই সপা নেতার কথায়।

সিএএ-র বিরুদ্ধে বাংলা, কেরল, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদের ঝড় বইছে।  বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করছেই, তার মাঝে এমন বিতর্কিত মন্তব্য আরও আলোড়ন ফেলল বিভিন্ন রাজনৈতিক মহলে।

সম্পর্কিত খবর