আবারও নিম্নমুখী তাপমাত্রার পারদ! ১৫ ডিসেম্বরের আগেই কি জাঁকিয়ে ঠান্ডা রাজ্যে? কী বলছে হাওয়া অফিস?

বাংলাহান্ট ডেস্ক : ঘূর্ণীঝড়ের প্রভাব কাটতেই আবারও হু হু করে নামছে তাপমাত্রার পারদ। কাঁপছে শহর কলকাতা। একধাক্কায় তাপমাত্রা নামল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। জেলাতে চলছে পারদ পতন (Weather Report Today)। জেলায় জেলায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে। বীরভূম- বর্ধমান সহ একািধক জায়গায় তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আসানসোলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে।

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ২১.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৭.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৪৯%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৩%

আজকের আবহাওয়া : সকাল থেকেই হিমেল হাওয়া চলছে তাপমাত্রার পারদ পতন। সপ্তাহের শেষ পর্যন্ত এমনই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত জানান দিতে শুরু করেছিল শহরে। আবহাওয়াবিদরা প্রথমে জানিয়েছিলেন ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই শহরে। কিন্তু মাঝে মধ্যে তাপমাত্রার হঠাৎ পতন সেই পূর্বাভাস মেলে নি বাস্তবে। শুক্রবার সকাল থেকেই পারদ অনেকটা নেমেছে শহরে। ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে তাপমাত্রা।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া : কেটে গিয়েছে সব বাধা। তাই উত্তরবঙ্গ কাঁপিয়ে শীত অনুূভূত হতে শুরু করে দিয়েছে। হু হু করে ঢুকছে হিম শীতল
উত্তুরে হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তাপমাত্রার পারদ পতন জারি রয়েছঠে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মালদহ, কোচবিহার, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কাঁপিয়ে ঠান্ডা অনুভূত হতে শুরু করে দিয়েছে। জলপাইগুড়ির তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিেয়ছে। পর্যটকরা জমিয়ে শীত উপভোগ করছেন।

শুধু কলকাতা নয় জেলার শহরগুলির তাপমাত্রাও কমেছে ব্যপক হারে। পশ্চিম বর্ধমানের আসানসোলের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। হু হু করে বইছে শীতল বাতাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা হু হু করে নামতে শুরু করে দিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমনকী দিঘার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। বীরভূমের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নদিয়ার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

আগামীকালের আবহাওয়া : কদিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর আজ থেকে হঠাৎই নিম্নমুখী তাপমাত্রার পারদ। চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে জানিনা আলিপুর আবহাওয়া দফতর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর