আবহাওয়ার খবর: বঙ্গোপসাগরের তৈরি হচ্ছে ঘূর্ণবাত, বাড়ছে বৃষ্টির সম্ভাবনা

বাংলাহান্ট ডেস্কঃ আগামী সপ্তাহে ঝড় ও বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে , রাঁচি সহ সংলগ্ন অঞ্চলগুলি 14-15 এপ্রিল আংশিকভাবে মেঘলা থাকবে। 14-15 এপ্রিল রাজ্যের কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুতের সাথে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা গুলিতেও।

৪৮ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। আজ সেই সূত্র ধরেই, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় সন্ধ্যের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী রাজ্যের দক্ষিণে কোথাও উল্লেখযোগ্য ঝড় বা বৃষ্টি হয় নি।

গতকাল শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৮ ডিগ্রির আশেপাশে এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে আজ তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে রোদের তেজ কমতে শুরু করবে। রোদ ঝলমলে দিন পেরিয়ে, আবছা রোদ দেখা দেবে। বিকালের দিকে সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার দেশের অনেক রাজ্যে বৃষ্টি হতে পারে। দুটি রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং অন্যান্য 8 রাজ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর উপকূলীয় অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় ভারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
পাশাপাশি তামিলনাড়ু, কর্ণাটক সহ দক্ষিণ ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মাঝারি বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এর আগে এবছর চূড়ান্ত গরমের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। ২০২০ সালে মার্চ থেকে মে অবধি এই তিন মাসের তাপমাত্রা গড় স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ থেকে ১ ডিগ্রী বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের বেশ কয়েকটি জেলায়ও গরম বাড়তে পারে। পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), বীরভূম, পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে গরম পড়বে। আবার বেশকিছু জায়গায় যেমন হিমাচল প্রদেশ (Himachal Pradesh), উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান ও অরুণাচল প্রদেশে তাপমাত্রা স্বাভাবিকের ১ ডিগ্রির থেকেও বেশি বাড়বে।

সম্পর্কিত খবর