আবহাওয়ার মার! অতিবৃষ্টিতে লন্ডভন্ড গোলাপি শহর জয়পুর, ভিডিওতে দেখুন প্রকৃতির সেই তান্ডব

বাংলাহান্ট ডেস্ক, আবহাওয়ার খবর : ২০২০ সাল যেন উপহার হিসাবে নিয়ে এসেছে বিপর্যয়দের। করোনা মহামারি কালেই ভারতের একের পর এক প্রান্তে তান্ডবলীলা চালিয়েছে প্রকৃতি। এর আগে বাংলায় আছড়ে পড়েছিল ভয়ংকর আমফান, সেই ক্ষতির রেশ কাটতে কাটতেই আসাম ও বিহারে ভয়ংকর বন্যা নিয়েছে বহু প্রাণ। কিছুদিন আগে মুম্বাইয়ে ধ্বংসলীলা চালানোর পর এবার গোলাপি শহর জয়পুরকেও নিস্তার দিল না প্রকৃতি।

 

অতিভারী বৃষ্টিতে জয়পুরের রাস্তাগুলি পরিনত হয়েছিল খরস্রোতা নদীতে। বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় বুক সমান জল প্রবল গতিতে ছুটে চলেছে শহরের রাজপথ দিয়ে৷ যাওয়ার পথে ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাইক, স্কুটি থেকে ছোট চারচাকার গাড়িও। জলের গতি এতটাই গাড়িগুলিকে মনে হচ্ছে যে শোলার টুকরো।

https://www.instagram.com/p/CD3ckCSn5XZ/?igshid=1ksyvh7p8ma4y

পাশাপাশি, ভেসেছে স্কুল, কলেজ, অফিস আদালতও। বেশ কয়েকটি অঞ্চলে ভূমি ধসের কারনে রাস্তা বন্ধ। বৃষ্টির জল এতখানি বালি বয়ে এনেছিল যে জল সরলে দেখা গিয়েছে বালির তলায় চাপা পড়েছে অটোর মতো ছোট যানবাহন গুলি। বালি সরিয়ে সেগুলি উদ্ধার করতে ব্যস্ত তাদের মালিকরা৷

jaipurrainphoto12 1597494746
বয়ে আনা বালির নীচে চাপা পড়েছে অটো, বাইক

 

প্রসঙ্গত, রাজস্থানের জয়পুর থর মরুভূমির মধ্যে অবস্থিত হওয়ায় সারা বছর সেখানে তেমন একটা বৃষ্টি বা বন্যা হয় না৷ কিন্তু সেখানে প্রকৃতি অত্যন্ত নির্মম, শীত – গ্রীষ্ম – বর্ষা সবকিছুই সেখানে চরম আকার ধারন করে।

https://www.instagram.com/p/CD3GAginmoB/?igshid=1g6hl04zs7fkh


সম্পর্কিত খবর